শাওমি স্মার্ট টিভি ৫এ (Xiaomi Smart TV 5A) ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২৭ এপ্রিল ভারতে এই স্মার্ট টিভি ((Xiaomi Smart TV) লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। শাওমি সংস্থার আসন্ন স্মার্ট টিভিতে একটি শক্তিশালী প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। তবে নির্দিষ্ট ভাবে প্রসেসরের নাম এখনও জানা যায়নি। প্রসেসরের সঙ্গে থাকবে Cortex-A55 cores। এছাড়াও এই স্মার্ট টিভিতে thin bezels ডিজাইন লক্ষ্য করা যাবে। শাওমি স্মার্ট টিভি ৫এ ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো ৫জি ফোন এবং শাওমি প্যাড ৫ ট্যাবের সঙ্গে। সম্প্রতি টুইটারে শাওমি সংস্থার তরফে জানানো হয়েছে যে ২৭ এপ্রিল ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে শাওমি স্মার্ট টিভি ৫এ। আসন্ন এই স্মার্ট টিভির জন্য একটি মাইক্রোসাইটও এর মধ্যেই তৈরি হয়েছে। সেখানে এই টিভির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দেওয়া হয়েছে। ডিসপ্লে সাইজ, স্পিকার আউটপুট, প্রসেসরের শক্তি— শাওমি স্মার্ট টিভি ৫এ- এর ক্ষেত্রে এইসব ফিচার কেমন হবে তা জানানো হয়েছে।
জানা গিয়েছে, শাওমি স্মার্ট টিভি ৫এ ভারতে লঞ্চ হচ্ছে এমআই টিভি ৪এ সিরিজের সাকসেসর হিসেবে। অনুমান করা হচ্ছে শাওমি স্মার্ট টিভি ৫এ একটি সিরিজ হিসেবে ভারতে লঞ্চ হবে। আর এই স্মার্ট টিভির সিরিজের আওতায় একাধিক স্ক্রিন বা ডিসপ্লে সাইজের মডেল থাকার সম্ভাবনা রয়েছে। শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে তাদের নতুন স্মার্ট টিভির মাধ্যমে ইউজাররা ‘complete entertainment experience’ পাবেন। এছাড়াও বলা হয়েছে যে এই স্মার্ট টিভিতে থাকতে চলেছে দারুণ ঝকঝকে ডিসপ্লে। টিভি স্ক্রিনের তিনপাশে প্রায় বেজেল ডিজাইন থাকবে না বলেই দেখা গিয়েছে টিজারের ছবিতে। তবে নীচের দিকে বেজেলের মধ্যে শাওমি ব্র্যান্ডের লোগোর পাশাপাশি একাধিক সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে।
শাওমি সংস্থার তরফে এখনও এই স্মার্ট টিভির স্ক্রিন সাইজ বা ডিসপ্লে সাইজ জানানো হয়নি। অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কেও বিশেষ কিছু জানা যায়নি এখনও। তবে শাওমি স্মার্ট টিভি ৫এ সিরিজে একাধিক স্ক্রিন সাইজের মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। এর আগের এমআই টিভি ৪এ সিরিজের ক্ষেত্রে ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ডিসপ্লে সাইজের টিভি ছিল। তবে নতুন শাওমি স্মার্ট টিভি ৫এ সিরিজে কোন কোন স্ক্রিন সাইজের মডেল থাকতে পারে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।