Most Dangerous Plants: অনেকেই আছেন, যাদের গাছের (Plants) শখ আছে। সকাল থেকে রাত সবুজ প্রকৃতির পরিচর্যা করেন তারা। গাছে ফোটা ফুলের জন্য় অপেক্ষা করেন বছরভর। অনেকে নিজ হাতে মরসুমি ফল ফলান। কিন্তু আপনি কি জানেন, প্রাণীজগতের ‘বন্ধু’ এই গাছও মানুষ সহ যে কোনও প্রাণীর প্রাণ কেড়ে নিতে পারে এক মুহূর্তে। পরিচিত হন পৃথিবীর 5টি বিপজ্জনক (Dangerous) গাছের সঙ্গে। যারা দেখতে অন্য় সব সাধারণ গাছের মতোই। এমনকি অপুর্ব সুন্দর ফুল-ফলও হয় এইসব গাছে। ফুলগুলি নজর কাড়তে বাধ্য়। কিন্তু ছুঁয়ে দিলেই বিপদ।
সুইসাইড ট্রি: সেরবেরা ওডোলাম (Suicide tree: Cerbera odollam)
কেরালা এবং আশেপাশের উপকূলীয় অঞ্চলে পাওয়া এই উদ্ভিদটি। এর কারণে কেরালায় অনেক মৃত্যুর হয়েছে। এর বীজের মধ্যে অ্যালকালয়েড পাওয়া যায় যা হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রের জন্য মারাত্মক। এটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই শারীরিক অসুস্থতা দেখা যায়। তারপরে তার মৃত্যু হয়।
ওয়াটার হেমলক (Water Hemlock: Cicuta maculata)
ওয়াটার হেমলক উত্তর আমেরিকার সবচেয়ে বিষাক্ত উদ্ভিদ হিসাবে বিবেচিত হয়। এর ফুল এমন যে, ভুলবশত কেউ যদি এটি খেয়ে ফেলে, তবে তার ভিতরে খুব মারাত্মক প্রভাব দেখা দিতে শুরু করে। সেই ব্যক্তি মাথা ঘোরা, পেট ব্যথা ইত্যাদি অনুভব করতে শুরু করেন। তারপর মানুষ মারা যান। কেউ বেঁচে থাকলেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
রোজারি পি (Rosary Pea: Abrus precatorius)
এই গাছের বীজ গয়না তৈরিতে ব্যবহৃত হয় বলে এর নাম রোজারি পি। যদিও এর বীজ স্পর্শ করলে তেমন কিছু হয় না। তবে ভাঙলে বা চিবিয়ে দিলে মানুষ সঙ্গে সঙ্গে হার্ট অ্য়াটাকে মারা যায়। এতে অ্যাব্রিন পাওয়া যায়, যার মাত্র 3 মাইক্রোগ্রামই একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট।
ক্যাস্টর বিন (Castor Bean: Ricinus communis)
ক্যাস্টর বীজ থেকে ক্যাস্টর অয়েল বের করা হয়। এর বীজ খুবই বিষাক্ত। এর বীজ এতটাই বিষাক্ত যে, এক বা দুটি বীজ খেলে একটি শিশুর মৃত্যু হয় এবং আটটি বীজ পর্যন্ত খেলে একজন প্রাপ্তবয়স্ক ব্য়ক্তি মারা যায়। এতে রিসিন নামক একটি বিষ রয়েছে, যা কোষের অভ্যন্তরে ঢুকে যাওয়ার ফলে বমি, ডায়রিয়া হয়। এমনকি মানুষের মৃত্যু ঘটায়।
হোয়াইট স্নেকরুট (White Snakeroot:Ageratina altissima)
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মা ন্যান্সি হ্যাঙ্কস এই গাছের কারণে মারা যান। তবে তিনি এই গাছ থেকে সরাসরি মারা যাননি। তিনি একটি গাভীর দুধ পান করেছিলেন যেটি এই গাছটি খেয়েছিল। এটি উত্তর আমেরিকায় পাওয়া একটি উদ্ভিদ যার ছোট সাদা ফুল হয়। এতে একটি বিষাক্ত অ্যালকোহল ট্রেমাটল পাওয়া যায়। এটি এমনই বিষাক্ত যে, এর বিষ মানুষের পুরো শরীরে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় না।