Supermoons: অগস্টের আকাশে বিরল ঘটনা, একই মাসে দুটি সুপারমুন ও ব্লুমুন দেখার দুর্লভ সুযোগ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 21, 2023 | 5:59 PM

Blue Moon And Supermoon: প্রথম সুপারমুনের নাম স্টার্জন মুন (Sturgeon Moon), যা দেখা যাবে 2023 সালের 2 অগস্ট। অন্য দিকে ব্লু মুন দেখা যাবে 2023 সালের 31 অগস্ট। এখন প্রশ্ন হচ্ছে, কী এই সুপারমুন, আর কী-ই বা ব্লুমুন? সুপারমুন ও ব্লুমুন সংক্রান্ত নানান অজানা তথ্য জেনে নেওয়া যাক।

Supermoons: অগস্টের আকাশে বিরল ঘটনা, একই মাসে দুটি সুপারমুন ও ব্লুমুন দেখার দুর্লভ সুযোগ
অগস্টের আকাশে ঘটনার ঘনঘটা।

Follow Us

Supermoons And Blue Moon: অগস্টের আকাশে পৃথিবী থেকে বিরল দৃশ্য চাক্ষুষ করতে চলেছেন মানুষজন। মহাকাশপ্রেমীরা এই মাসে দুটি ‘সুপারমুন’ দেখতে পাবেন। তাছাড়াও এই মাসে আর একটি ব্লু মুনও দেখতে পাবেন তাঁরা। জানা গিয়েছে, প্রথম সুপারমুনের নাম স্টার্জন মুন (Sturgeon Moon), যা দেখা যাবে 2023 সালের 2 অগস্ট। অন্য দিকে ব্লু মুন দেখা যাবে 2023 সালের 31 অগস্ট। এখন প্রশ্ন হচ্ছে, কী এই সুপারমুন, আর কী-ই বা ব্লুমুন? সুপারমুন ও ব্লুমুন সংক্রান্ত নানান অজানা তথ্য জেনে নেওয়া যাক।

সুপারমুন কী?

পূর্ণিমার কক্ষপথ পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে চাঁদকে আমাদের গ্রহের সবথেকে কাছে নিয়ে আসে। তার এক্কেবারে দূরবর্তী বিন্দুতে পৃথিবী থেকে চাঁদ প্রায় 4,05,500 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকে, যাকে অ্যাপোজি (Apogee) বলে।

এর নিকটতম বিন্দুর নাম পেরিজি (Perigee), যার দূরত্ব প্রায় পৃথিবী থেকে প্রায় 3,63,300 কিমি। পূর্ণিমার কারণে এদিন চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়। তবে চলতি বছরের সুপারমুনের এই চক্রটি অনন্য হতে চলেছে। আর্থ ডটকমের রিপোর্ট অনুযায়ী, এতে পরপর চারটি সুপারমুন অন্তর্ভুক্ত রয়েছে। তার প্রথমটি 3 জুলাই এবং শেষটি 29 সেপ্টেম্বর দেখা যাবে।

একটি সুপারমুনের আকার ও উজ্জ্বলতা পেরিজিতে চাঁদের দূরত্ব এবং সূর্য থেকে প্রতিফলিত আলোর পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, যা বোঝায় সমস্ত সুপারমুন আসলে সমান নয়।

ব্লু মুন কী?

ব্লু মুনের সঙ্গে চাঁদের রঙের কোনও সম্পর্ক নেই। একই ক্যালেন্ডার মাসে ঘটে যাওয়া দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়। বেশির ভাগ মাসই যেহেতু 29 দিনের চন্দ্রচক্রের থেকে দীর্ঘ, তাই প্রায়শই একই মাসে দুটি পূর্ণিমা ঘটতে পারে। ব্লু মুনগুলি তুলনামূলকভাবে বিরল ঘটনা, যা প্রায় আড়াই বছরে একবার ঘটে। 1999 সালে দুটি নীল চাঁদ দেখা গিয়েছিল, তার একটি জানুয়ারিতে এবং আর একটি মার্চ মাসে।

মহাজাগতিক এই ঘটনা কবে দেখতে পাবেন?

চলতি বছরের অগস্টে দুটি ফুল মুন দেখা যাবে, আর সেই দুটোই সুপারমুন হতে চলেছে। তাদের মধ্যে প্রথমটিকে বলা হচ্ছে স্টার্জন মুন, যা দেখা যাবে 2 অগস্ট, রাত 12টা 01 মিনিটে। এই স্টার্জন মুন নামটি এসেছে কিছু নেটিভ আমেরিকান গোষ্ঠী থেকে। আর্থ ডট কমের রিপোর্ট অনুযায়ী, গ্রেট লেক অঞ্চলে যাঁরা স্টার্জন মাস বেশি পরিমাণে লক্ষ্য করেছেন, তাঁরাই এই নামকরণ করেছেন।

দ্বিতীয় ফুল মুন এবং আর একটি ব্লু মুন দেখা যাবে 31 অগস্ট ভারতীয় সময় সকাল 7টা 5 মিনিটে। এই বিশেষ ব্লুমুনটি একটি সুপারমুনও হবে, যা সারা বছরের জন্য পৃথিবীর সবচেয়ে কাছের পূর্ণিমা তৈরি করবে।

Next Article