America’s Snow Storm: ফি বছর প্রাণঘাতী বরফ ঝড়, আমেরিকার এই ভয়ঙ্কর Ice Zone-র আসল কারণ জানলে হাড়হিম হতে বাধ্য

America's Ice Zone: বর্তমানে আমেরিকায় অনেক জায়গায় ঘরবাড়ি জমে গিয়েছে। গাড়ির ভেতরে মানুষ মারা গিয়েছে। যানবাহন বরফে আটকে আছে। উদ্ধার কাজে নিয়োজিত ত্রাণকর্মীদেরও বাঁচাতে হয়েছে। 

America's Snow Storm: ফি বছর প্রাণঘাতী বরফ ঝড়, আমেরিকার এই ভয়ঙ্কর Ice Zone-র আসল কারণ জানলে হাড়হিম হতে বাধ্য
বিধ্বংসী তুষারঝড়।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 2:40 PM

NASA Latest News: প্রতি বছর আমেরিকায় (America) তুষারঝড় (Snow Storm) হয়। তবে এবার বিধ্বংসী ঘটনা ঘটেছে। আমেরিকার একটি বিশাল এলাকাকে আইস জোন (Ice Zone) বলা হয়। আপনি এটিকে ব্লিজার্ড জোনও বলতে পারেন। অর্থাৎ তুষার ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই এলাকা। যে অঞ্চলটিকে সাধারণত আমেরিকার আইস জোন বা ব্লিজার্ড জোন বলা হয় তা হল মহাদেশের উচ্চ মধ্যপশ্চিম এবং গ্রেট সমভূমি। এই এলাকায় তুষার ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। উপসাগরীয় উপকূল এবং ক্যালিফোর্নিয়া উপকূলে তুলনামূলক বেশি তুষারপাত হয়। নিউইয়র্কের বাফেলো শহরের নাম শুনেছেন? সেখানে তুষারপাতের কারণে অবস্থা বেহাল। প্রায় 32 জন মারা গিয়েছে। প্রকৃতপক্ষে, বাফেলোর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সিরাকিউজ। এখানে প্রতি বছর গড়ে 114.3 ইঞ্চি তুষারপাত হয়। এর পরেই বাফেলো, যেখানে 89.3 ইঞ্চি তুষারপাত হয়। বর্তমানে আমেরিকায় অনেক জায়গায় ঘরবাড়ি জমে গিয়েছে। গাড়ির ভেতরে মানুষ মারা গিয়েছে। যানবাহন বরফে আটকে আছে। উদ্ধার কাজে নিয়োজিত ত্রাণকর্মীদেরও বাঁচাতে হয়েছে।

নাসার গবেষকেরা বলেছেন, এই বাতাস রকি পর্বতের দিকে বয়ে যায়। সেই পাহাড়ে ধাক্কা লেগে বাতাস ঠাণ্ডা হয়। তখন তারা দ্রুত গ্রেট সমভূমির দিকে অগ্রসর হয়। অন্যদিকে, মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ এবং আর্দ্র বাতাস উত্তর দিকে চলে যায়। অর্থাৎ, যখন উভয় বায়ু মিলিত হয়, তখন তারা টেক্সাস থেকে মধ্যপশ্চিম পর্যন্ত প্রবল বেগে বয়ে যায়। যা ধ্বংসলীলায় পরিনত হয়। আমেরিকায় সর্বনাশকারী তুষার ঝড় এভাবেই শুরু হয়। শীতল এবং আর্দ্র বাতাস প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।

আমেরিকায় তুষারঝড় বছরে একবার বা দু’বার আসে না। গত 55 বছরে 713 বারেরও বেশি তুষারঝড় এসেছে। অর্থাৎ প্রতি মোরসুমে কমপক্ষে 13বার তুষার ঝড় হয়। 2007-08 সালে সবচেয়ে বেশি তুষার ঝড় হয়েছিল। তারপরে আমেরিকা 32 বার তুষার ঝড়ের মুখোমুখি হয়েছে। বেশিরভাগ তুষার ঝড় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়। এবারের ঝড়কে বলা হচ্ছে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড়। নাসার প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে আমেরিকার অনেক এলাকায় ঘণ্টায় 130 কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বইছে। যখন এই ঠান্ডা হাওয়া খোলা জলাশয়ের উপর দিয়ে যায়, তখন তারা হ্রদ-প্রভাব তুষার তৈরি করে। ফলে আরও শীতলতা বাড়ায় আর তুষারপাতও বেশি হয়। সে কারণেই লেক অন্টারিও এবং এরি লেক থেকে আসা ঠান্ডা বরফের হাওয়া নিউইয়র্কের অনেক এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে।