Cosmic Explosion: মহাশূন্যে বিশাল বিস্ফোরণ, আয়তনে সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড়; মহা বিপদে পৃথিবী

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 12, 2023 | 12:39 PM

Biggest Cosmic Explosion: বেশিরভাগ সুপারনোভা বিস্ফোরণ মাত্র কয়েক মাস স্থায়ী হয়, তবে এটি তিন বছরেরও বেশি সময় ধরে চলছে। এমন ঘটনা খুব কমই দেখা যায়। এত বড় বিস্ফোরণ এর আগে কখনও দেখা যায়নি।

Cosmic Explosion: মহাশূন্যে বিশাল বিস্ফোরণ, আয়তনে সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড়; মহা বিপদে পৃথিবী

Follow Us

Largest Cosmic Explosion: একের পর এক মহাজাগতিক ঘটনা মানুষকে অবাক করছে। কখনও ধেয়ে আসছে পৃথিবীর উপর সৌর ঝড়। আবার কখনও জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে এমন কিছুর সন্ধান পান, যাতে তাদেরও ঘুম উড়ে যায়। এই সব কিছু মধ্যে আবারও মহাকাশে এখনও পর্যন্ত দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা মহাকাশে এমন একটি আগুনের গোলা দেখেছেন, যা সোলার সিস্টেমের থেকেও 100 গুণ বড়। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, এই অদ্ভুত ঘটনাটি বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন। মহাকাশে দেখা সবচেয়ে বড় বিস্ফোরণের গবেষণাটি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। এই বিস্ফোরণের নাম দেওয়া হয়েছে AT2021lwx। বেশিরভাগ সুপারনোভা বিস্ফোরণ মাত্র কয়েক মাস স্থায়ী হয়, তবে এটি তিন বছরেরও বেশি সময় ধরে চলছে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, বিস্ফোরণটি গ্যাসের বিশাল মেঘের কারণে শুরু হয়েছিল। এটি সম্ভবত সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড়। যাতে একটি বিশাল ব্ল্যাক হোল দেখা গিয়েছে। এই বিস্ফোরণটি হয়েছিল প্রায় 8 বিলিয়ন আলোকবর্ষ দূরে। তবে এটি এখন টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে শনাক্ত করা যাচ্ছে।

গবেষকরা বলছেন, এমন ঘটনা খুব কমই দেখা যায়। এত বড় বিস্ফোরণ এর আগে কখনও দেখা যায়নি। 2022-এ জ্যোতির্বিজ্ঞানীরা একটি বিস্ফোরণ দেখেছিলেন, যা রেকর্ডে সবচেয়ে বড় হিসাবে বর্ণনা করা হয়েছিল। এটি ছিল একটি গামা রশ্মি বিস্ফোরণ, যা GRB 221009A বা BOAT নামে পরিচিত। বিস্ফোরণটি AT2021lwx-এর চেয়ে বেশি ছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু এই বিস্ফোরণটি গত 3 বছর ধরে চলেই আসছে।

AT2021lwx প্রথম 2020 সালে ক্যালিফোর্নিয়ার Zwicky ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি থেকে পর্যবেক্ষণ করা হয়েছিল। পারডু ইউনিভার্সিটির পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার সহকারী অধ্যাপক ড্যানি মিলিসাভলজেভিক জানান, এখনও পর্যন্ত তারা এই বিস্ফোরণের মাত্রা জানতে পারেননি। বেশিরভাগ সুপারনোভা মাত্র কয়েক মাস স্থায়ী হয় এবং তারপর ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যায়। মহাকাশে দুই বছরেরও বেশি সময় ধরে এই ধরনের বিস্ফোরণ খুবই অস্বাভাবিক একটি ব্যাপার। তবে কি এই প্রকাণ্ড বিস্ফোরণটি কোনও বিপদ বয়ে আনছে? তা সময়ই বলবে।

Next Article