Baba Vanga Predictions: যুদ্ধ-ঝড়ের ভবিষ্যদ্বাণী মিলেছে হুবহু, 2024 সালে কী কী বিপর্যয়ের কথা বলেছেন বাবা ভাঙ্গা?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 05, 2023 | 4:45 PM

Baba Vanga: বাবা ভাঙ্গা। এই নামটা নিশ্চয়ই শুনেছেন। ইনিই তো সেই মানুষ যিনি 9/11-র সন্ত্রাসবাদী হামলার ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। বাবা ভাঙ্গা যা বলেন, তা-ই অক্ষরে অক্ষরে মিলেও যায়। 2023 সালে এই পৃথিবীতে একটি ভয়ঙ্কর সৌড়ঝড় আসতে পারে, একথা তিনি আগেই জানিয়েছিলেন।

Baba Vanga Predictions: যুদ্ধ-ঝড়ের ভবিষ্যদ্বাণী মিলেছে হুবহু, 2024 সালে কী কী বিপর্যয়ের কথা বলেছেন বাবা ভাঙ্গা?

Follow Us

“বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর”

ভবিষ্যৎ! তাতে কখন কোথায় কী ঘটবে, তা কী আর কেউ বলতে পারে! বিশ্বাস দিয়ে বিচার করলে এমন কিছুজন আছেন, যারা বলে দিতে পারে। তবে তর্ক আর যুক্তি দিয়ে হিসেব মেলানো দায়। এমনিতেও কথায় আছে, মানুষ ভবিষ্যৎ দেখতে পারে না। কেবল ভবিষ্যত সম্পর্কে অনুমান করা সম্ভব। তবে যারা অনুমান করেন, তা যে সঠিকই হবে, এমন নয়। পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন এবং কিছু এখনও আছেন, যাদের ভবিষ্যদ্বাণী বহুবার সত্য প্রমাণিত হয়েছে। তারই মধ্যে রয়েছে বাবা ভাঙ্গা। এই নামটা নিশ্চয়ই শুনেছেন। ইনিই তো সেই মানুষ যিনি 9/11-র সন্ত্রাসবাদী হামলার ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। বাবা ভাঙ্গা যা বলেন, তা-ই অক্ষরে অক্ষরে মিলেও যায়। 2023 সালে এই পৃথিবীতে একটি ভয়ঙ্কর সৌড়ঝড় আসতে পারে, একথা তিনি আগেই জানিয়েছিলেন। আর সেই মতোই এবছর পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল সোলার ম্যাক্সিমাম বা সৌড়ঝড়। এবার 2024 সালের জন্যও একটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন তিনি।

Mirror-এর এক রিপোর্ট অনুযায়ী, বাবা ভাঙ্গা 9/11 সন্ত্রাসী হামলা এমনকি নিজের মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। তিনি ‘বলকানদের নস্ট্রাডামাস’ নামেও পরিচিত। বাবা ভাঙ্গার আসল নাম ভ্যানজেলিয়া পান্ডেভা গুশতেরোভা, যিনি বুলগেরিয়ার বাসিন্দা। বুলগেরিয়ার এই মনস্তাত্ত্বিক বেঁচেছিলেন 1911 সাল থেকে 1996 পর্যন্ত।

2024-এ কী ঘটবে?

বাবা ভাঙ্গা 2024 সালের জন্য কিছু অবিশ্বাস্যভাবে ভীতিকর ভবিষ্যদ্বাণী করেছেন। অ্যাস্ট্রোফেম অনুসারে, তাঁর স্বপ্ন ছিল যে 2024 সালে, রাশিয়ান রাষ্ট্রপতিকে তার নিজের দেশের কেউ হত্যা করবে। এ ছাড়া 2024 সালে ইউরোপে সন্ত্রাসীরা হামলা চালাবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। এর পাশাপাশি বাবা আরও দাবি করেছেন যে, আগামী বছর একটি বড় অর্থনৈতিক সংকট দেখা দেবে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। এখন দেখার বিষয় এই ভবিষ্যদ্বাণীগুলোর কোনওটি সত্যি হয় কি না। তবে 9/11-র সন্ত্রাসবাদী হামলা থেকে শুরু করে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, এমনকি ISIS-এর উত্থান সহ একাধিক ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। তাঁর অনুগামীরা বিশ্বাস করেন যে, 5079 সালে এই বিশ্ব শেষ হয়ে যাবে। কারণ এমনটাই বলে গিয়েছেন তিনি।

Next Article