Zero Shadow Day: হাঁটছেন আপনি, অথচ আপনার ছায়া নেই! আজ এক বিরল ঘটনার সাক্ষী থাকল দেশ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 25, 2023 | 2:28 PM

Zero Shadow Day 2023: অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (ASI) গণনা অনুসারে, কয়েক মিনিটের জন্য সূর্য কোনও কিছুর উপর ছায়া ফেলে না। এই ঘটনা একবার নয়, ক্রান্তীয় অঞ্চলে বছরে দু'বার ঘটে।

Zero Shadow Day: হাঁটছেন আপনি, অথচ আপনার ছায়া নেই! আজ এক বিরল ঘটনার সাক্ষী থাকল দেশ

Follow Us

Zero Shadow Day In Bengaluru: আচমকাই উধাও হল ছায়া। গাড়ি-বাড়ি, ট্রেন, রাস্তায় হেঁটে যাওয়া মানুষ সবই আছে। শুধু নেই কোনও কিছুর ছায়া। বহু মানুষের কাছেই জিরো শ্যাডো ডে বা ছায়াহীন দিবস ব্যাপারটি এখন বেশ পরিচিত। গতবছর জুন মাসে কলকাতাতেও এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছেন মানুষজন। এক কথায় বলতে গেলে, যেদিন কয়েক মুহূর্তের জন্য কোনও কিছুর ছায়া দেখা যায় না, তাকেই ছায়াহীন দিবস বলা হয়। আবারও এমন ঘটনার সাক্ষী থাকল ভারত। আজ, মঙ্গলবার অর্থাৎ 25 এপ্রিল বেঙ্গালুরুতে ‘জিরো শ্যাডো ডে’ (Zero Shadow Day) পালন হল। দুপুর 12.17 টায় এই দিনের সাক্ষী থেকেছেন বহু মানুষ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (IIA) তাদের কোরামঙ্গলা ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। IIA এই বিষয়ে একটি টুইট করেছে। তাতে লেখা আছে, “আসুন 25 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের কোরামঙ্গলা ক্যাম্পাসে জিরো শ্যাডো ডে #ZSD উদযাপন করি। সূর্য 12:17-এ একদম মাথার উপরে থাকবে।” অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (ASI) গণনা অনুসারে, কয়েক মিনিটের জন্য সূর্য কোনও কিছুর উপর ছায়া ফেলে না। এই ঘটনা একবার নয়, ক্রান্তীয় অঞ্চলে বছরে দু’বার ঘটে। এই সময়ে সূর্য মাথার ঠিক উপরে তার সর্বোচ্চ বিন্দুতে থাকে। কিন্তু তাতেও কোনও ছায়ার সৃষ্টি হয় না।

জিরো শ্যাডো ডে বা ছায়াহীন দিন কী?

জিরো শ্যাডো ডে হল একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা বেঙ্গালুরু সহ বিশ্বের কিছু অংশে বছরে দুবার ঘটে। এই দিনগুলিতে, মাটিতে থাকা বস্তুগুলি কোনও ছায়া ফেলে না। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার মতে, এই ঘটনাটি বিষুবরেখার কাছে ঘটে। কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অংশে এমন ঘটনা ঘটতে পারে। বেঙ্গালুরুর ক্ষেত্রেও সেটিই ঘটছে।

 


ঘটনাটি কোথায় ও কীভাবে ঘটে?

এটি সর্বদা কর্কট এবং মকর রাশির মধ্যবর্তী অঞ্চলে দেখা যায়। বেঙ্গালুরুও এমনই একটি এলাকায় মধ্য়ে পড়ে। যদিও বাস্তবে এই ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ড বা তার কম সময় নেয়, তবে এর প্রভাব এক থেকে দেড় মিনিট স্থায়ী হতে পারে। বুঝতেই পারছেন এর পিছনে রয়েছে সূর্যের অবস্থানের কারণ। সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, তখন মাটির সঙ্গে 90 ডিগ্রিতে থাকা কোনও বস্তুর ছায়া দেখা যায় না। আর সেই কারণেই একে বলা হয় ছায়াহীন অবস্থা। আর এই অবস্থার কারণেই একে ছায়াহীন দিন বা Zero Shadow Day বলা হয়।

কেন এমন হয়?

পৃথিবীর ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে প্রায় 23.5 ডিগ্রিতে হেলে আছে। এ কারণে ঋতু পরিবর্তন হয়। অর্থাৎ সূর্য, দিনের সর্বোচ্চ বিন্দুতে, বিষুবরেখার 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে (উত্তরায়ণ) সরে যায় এবং এক বছরে আবার (দক্ষিণায়ন) ফিরে আসবে। এই ঘূর্ণনের কারণে, একটি একটি ছায়াশূন্য দিবস বা ছায়াহীন দিবস ঘটে।

Next Article