Chandrayaan-3: চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-3, দেশবাসীর সঙ্গে সেই ছবি শেয়ার করল ISRO

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 08, 2023 | 2:08 PM

ISRO Shares First Image Of Moon: 5 অগাস্ট চাঁদের কক্ষপথে (Lunar Orbit) প্রবেশ করছে চন্দ্রযান-3। তারপরই যানটি চাঁদের একগুচ্ছ ছবি তুলে ইসরোকে পাঠিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো চন্দ্রযান-3 থেকে তোলা চাঁদের প্রথম ছবি শেয়ার করেছে।

Chandrayaan-3: চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-3, দেশবাসীর সঙ্গে সেই ছবি শেয়ার করল ISRO

Follow Us

Chandrayaan-3 Update: চন্দ্রযান-3 যেন এক এক পা করে চাঁদের দিকে এগোচ্ছে, আর সেই প্রতিটা পদক্ষেপ সম্পর্কে জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। কারণ প্রতি মুহূর্তে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যানটির দিকে নজর রেখে চলেছে। 5 অগাস্ট চাঁদের কক্ষপথে (Lunar Orbit) প্রবেশ করছে চন্দ্রযান-3। তারপরই যানটি চাঁদের একগুচ্ছ ছবি তুলে ইসরোকে পাঠিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো চন্দ্রযান-3 থেকে তোলা চাঁদের প্রথম ছবি শেয়ার করেছে। মহাকাশযানটি এই ছবিগুলি 5 অগাস্টে তুলেছে, যা ISRO টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে। 45 সেকেন্ডের ভিডিয়োটি শেয়ার করে ISRO লিখেছে, “5 অগাস্ট, 2023-এ চন্দ্রের কক্ষপথে যাওয়ার সময় চন্দ্রযান-3 মহাকাশযান থেকে চাঁদকে দেখা গিয়েছিল।” ISRO-র এই টুইট থেকে স্পষ্ট যে, চাঁদের অনেকটা কাছে পৌঁছে গিয়েছে যানটি। এবার শুধু দক্ষিণ মেরুতে পা রাখার অপেক্ষা।

6 অগাস্ট, ইসরো চন্দ্রযান-3-এর কক্ষপথ পরিবর্তন করেছিল। তার মাত্র কয়েক ঘণ্টা আগেই যানটি চাঁদের ছবি তুলেছে। 6 অগাস্ট অর্থাৎ রবিবার গভীর রাতে চাঁদকে প্রদক্ষিণ করার সময় চন্দ্রযান 3 সফলভাবে তার কক্ষপথ পরিবর্তন করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ীই সবকিছু ঘটেছে। ISRO টুইটে জানিয়েছে, চন্দ্রযান 3 এখন চাঁদের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখন এটি চাঁদের কক্ষপথে রয়েছে। বিজ্ঞানীদের মতে, যানটি যখন চাঁদ থেকে 170 কিলোমিটার দূরে থাকবে, আসলেই সেটি চাঁদের সবচেয়ে কাছে থাকবে।


কিন্তু কেন? বিজ্ঞানীরা এর কারণও ব্যাখ্যা করেছেন। তাঁদের মতে, যানটি যখন 4313 কিলোমিটার দূরে, তখনই সে মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করেছে। তাহলে যখন যানটি চাঁদ থেকে 170 কিলোমিটার দূরে থাকবে, তখন সেই দূরত্ব হবে যৎসামান্য। অর্থাৎ খুব সহজেই সেই পথ পাড়ি দিতে পারবে। 9 অগাস্ট, রাত 1টা থেকে 2টোর মধ্যে যানটির দ্বিতীয় প্রক্রিয়া শুরু হবে। মহাকাশযানটি চাঁদের আরও একটু কাছে পৌঁছবে।

এর আগে, শনিবার (5 অগাস্ট), যখন চন্দ্রযান-3 প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল, তখনই এটি ইসরোয় একটি বার্তা পাঠিয়েছিল। সেই বার্তা অনুযায়ী, প্রায় 3,84,400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর যানটি চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছে।

Next Article