Chandrayaan 3 Update: চন্দ্রযান-3 যতটা পথ এগিয়ে যাচ্ছে, ততই যেন রাতের ঘুম উড়ে যাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র গবেষকদের। ঠিক যেভাবে প্ল্যান করা হয়েছিল, তেমনভাবেই একের পর এক অতিক্রম করছে যানটি। সদ্য চাঁদের একগুচ্ছ ছবি তুলে পাঠিয়েছে ISRO-কে। সেই ছবি দেশবাসীর কাছে তুলে ধরেছে সংস্থাটি। ISRO-র চেয়ারম্যান এস সোমানাথ দেশবাসীকে আশ্বস্ত করতে তিনি বলেছিলেন, “ভারতের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান-3-এর ল্যান্ডার, বিক্রম, সমস্ত সেন্সর এবং এর দু’টি ইঞ্জিন কাজ না করলেও 23 আগস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে যানটি। ল্যান্ডারের পুরো নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা কোনওভাবেই এই মিশনটিকে ব্যর্থ হতে দেবে না।”
তিনি আরও বলেন, “যদি সবকিছু ব্যর্থ হয়। যদি সমস্ত সেন্সর বন্ধ হয়ে যায়। কোনও কিছুই কাজ না করে, তবুও এটি (বিক্রম) অবতরণ করবে। এভাবেই ডিজাইন করা হয়েছে। যখন কিছু কাজ করবে না, তখন একমাত্র প্রপালশন সিস্টেম ভালভাবে কাজ করবে।”
এর আগে চন্দ্রযান-3-এর চাঁদে অবতরন সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছিলেন, দেশীয় পদ্ধতিতে চন্দ্রযান তৈরি করা হয়েছে। তাতে প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং একটি রোভার রয়েছে। ল্যান্ডার এবং রোভারের নাম নেওয়া হয়েছে চন্দ্রযান-2 থেকে।
প্রপালশন সিস্টেমর উপর কেন এত ভরসা?
প্রপালশন সিস্টেম হল একটি যান্ত্রিক প্রযুক্তি। এটি মহাকাশ যানটিকে নিয়ন্ত্রণে রাখে। যখন সেন্সর, ইঞ্জিন সব কিছু কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেয়, তখন প্রপালশন সিস্টেম কাজ করতে শুরু করে। প্রপালশন সিস্টেমের উদ্দেশ্য হল, একটি মহাকাশযান যখন মহাকাশে থাকে, তখন তার বেগ পরিবর্তন করে। শুধুই পরিবর্তন নয়, সেই সঙ্গে নিয়ন্ত্রণ করে। যাতে কোনওভাবেই যানটি তার বেগ হারিয়ে আছড়ে না পড়ে। ফলে বিজ্ঞানীরা যখন সেন্সর, ইঞ্জিনের উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, তখন তাঁদের একমাত্র ভরসা প্রপালশন সিস্টেমটি।
চন্দ্রযান-3 কতটা পথ গিয়েছে, আর কতটা বাকি?