Surgery In Mother’s Womb: জন্মের আগে মাতৃগর্ভেই সদ্যোজাতের মস্তিষ্কে অস্ত্রোপচার, ইতিহাস গড়ল আমেরিকা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 09, 2023 | 1:22 PM

Latest Science News: একটি শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আপনার মনে হতে পারে শিশুর মস্তিষ্কের অস্ত্রোপচারে কী এমন অলৌকিক ঘটনা ঘটল। পুরো ঘটনাটি জানলে চমকে উঠবেন।

Surgery In Mothers Womb: জন্মের আগে মাতৃগর্ভেই সদ্যোজাতের মস্তিষ্কে অস্ত্রোপচার, ইতিহাস গড়ল আমেরিকা

Follow Us

Science News Today: চিকিৎসকরা যখন রোগীর থেকে চিকিৎসায় সাড়া পান না, তখন ভগবানকেই একমাত্র ভরসা মনে করে এগিয়ে যান। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলে দেন, “এবার ভগবানকে ডাকুন।” কিন্তু এই ডাক্তাররাই যে কখন ভগবানের রূপ ধারণ করে, তা আর কে বলতে পারে! যদিও চিকিৎসা বিজ্ঞান ক্রমাগত উন্নত হচ্ছে। একের পর এক অসাধ্য সাধন করছেন চিকিৎসকরা। সম্প্রতি মার্কিন মুলুকের বেশ কয়েকজন ডাক্তার একটি নতুন কীর্তি গড়েছেন। ভাবছেন তো কীভাবে? জানলে অবাক হবেন। সেদেশের ডাক্তাররা এমন একটি কাজ করেছেন, যা পৃথিবীতে আগে কখনও ঘটেনি। একটি শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আপনার মনে হতে পারে শিশুর মস্তিষ্কের অস্ত্রোপচারে কী এমন অলৌকিক ঘটনা ঘটল। পুরো ঘটনাটি জানলে চমকে উঠবেন। এতদিন শুনেছেন ছোট কোনও বাচ্চা বা সদ্যোজাত শিশুর মস্তিষ্কের অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। কিন্তু কখনও এমন শুনেছেন কি, যে শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে, সেই শিশুটি এখনও জন্মগ্রহণই করেনি। মায়ের গর্ভে থাকা অবস্থায় এই ভ্রূণটির অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।

কেন এমন করলেন চিকিৎসকরা?

আমেরিকার ম্যাসাচুসেটস প্রদেশের বোস্টনে এই বিস্ময়কর অপারেশন করা হয়েছে। এই শিশুটির একটি মারাত্মক ভাস্কুলার রোগ ছিল। অপারেশন করে ডাক্তাররা এই শিশুটিকে জন্মের পরপরই মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। এই অপারেশন না হলে শিশুর জন্মের পরেই হার্ট ফেল বা স্ট্রোক হতে পারত। এর আগে জরায়ুতে ব্রেন সার্জারি করা হলেও এমন অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি। যে রোগের চিকিৎসা করা হয়েছে, তাকে বলা হয় ভেইন অফ গ্যালেন ম্যালফর্মেশন।

সন্তানের উপর কী প্রভাব পড়েছে?

ডাক্তাররা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে 34 সপ্তাহের গর্ভবতী মহিলার পেটে অপারেশন করেছিলেন। বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডাঃ ড্যারেন অরবাচ সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা জানাতে পেরে আনন্দিত যে, শিশুটি গত ছয় সপ্তাহ ধরে ভাল আছে। তাকে কোনও ওষুধ দেওয়া হচ্ছে না। শিশুর ওজনও বাড়ছে। মস্তিষ্কে কোনও নেতিবাচক প্রভাব দেখা যায়নি।” প্রতি বছর 10-12টি শিশু আমেরিকায় এই অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে। কয়েকদিন পর তারা মারা যায়। কিন্তু এবার অবশেষে ডাক্তাররা সেই অসাধ্য সাধন করেই ফেললেন।

কীভাবে করা হল এই জটিল অপারেশন?

10 জন চিকিৎসক এই অপারেশনটি করেন। তারা জানান, যদি শিশুটিকে মায়ের পেট থেকে বের করা হত, তাহলে সেই রোগের চিকিৎসা করার আগেই সে মারা যেত। তাই ডাক্তাররা পেটের ভিতরেই এই অস্ত্রোপচারটি করতে চেয়েছিলেন। ডাক্তাররা আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে মায়ের পেটে একটি দীর্ঘ সূচ ঢুকিয়ে অস্ত্রোপচার করেন। সেই অস্ত্রোপচার সম্পূর্ণ হতেই তাকে পেট থেকে বের করা হয়। পৃথিবীর আলো দেখে ওই একরত্তি।

Next Article