Uranus Image: শুধুই বরফ আর বরফ, ইউরেনাসের এত স্পষ্ট ছবি আগে দেখেনি বিশ্ব

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 09, 2023 | 2:34 PM

Latest Science News: আমেরিকান স্পেস এজেন্সি নাসার সবচেয়ে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইউরেনাসের একটি আশ্চর্যজনক ছবি তুলেছে। যাকে বরফ গ্রহও বলা হয়।

Uranus Image: শুধুই বরফ আর বরফ, ইউরেনাসের এত স্পষ্ট ছবি আগে দেখেনি বিশ্ব

Follow Us

NASA’s James Webb Space Telescope: কিছুদিন আগেই আকাশে মহাজাগতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন অনেক মানুষই। চাঁদের গায়ের আলোর বিন্দু থেকে শুরু করে আকাশে পাঁচটি গ্রহের উপস্থিতি, সব কিছুরই সাক্ষী ছিলেন বহু মানুষ। রাতের আকাশে চাঁদের খুব কাছাকাছিই ছিল বৃহস্পতি, বুধ, শুক্র, ইউরেনাস এবং মঙ্গল এই পাঁচ গ্রহ। তার তারমধ্যে ইউরেনাসকে খালি চোখে খুব একটা যে খারাপ দেখা গিয়েছে, তা একেবারেই নয়। তবু মহাজাগতিক যে কোনও কিছুই স্পষ্ট দেখার ইচ্ছে কার-ই বা না থাকে। আর সেই ইচ্ছেই পূরণ করল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। আমেরিকান স্পেস এজেন্সি নাসার সবচেয়ে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope) ইউরেনাসের একটি আশ্চর্যজনক ছবি তুলেছে। যাকে বরফ গ্রহও বলা হয়। সবথেকে বড় ব্যপার হল যে ছবি সামনে এসেছে, তাতে এই গ্রহের চারপাশে একটি রিং দেখা গিয়েছে।

এর আগে হাবল টেলিস্কোপও ইউরেনাসের এত বড় ছবি তোলেনি। এই ছবি তোলা আর পাঠানোর যাত্রা শুরু হয়েছিল 2022-এ। যখন NASA JWST-এর সাহায্যে নেপচুনের ছবি প্রকাশ করেছিল। কিন্তু এবার বরফ গ্রহ ইউরেনাসের ছবি সামনে আসতেই বিজ্ঞানীরাও অবাক হয়েছেন। NASA তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ছবি শেয়ার করেছে। তারপরে ইলন মাস্কও এই ছবির প্রশংসা করেছেন।

ইউরেনাসকে নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?

বরফ গ্রহ ইউরেনাসের ব্যাসার্ধ 25,362 কিমি। ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস 216 ডিগ্রি সেলসিয়াস থাকে। সূর্যকে এক বৃত্তাকার করতে 84 বছর সময় লাগে। ইউরেনাসের এই সুন্দর ছবিটি JWST-এর Webb Near-Infrared Camera (NIRCam) দিয়ে তোলা হয়েছে। এর আগে হাবল, ভয়েজার-২ এবং কেক অবজারভেটরি ইউরেনাসের ছবি তুলেছিল। এই গ্রহের সৌন্দর্যেই ফুটে উঠেছে নীল রং, সাদা রং এবং তার উপর আবছা-চকচকে রিং। যে অংশ সূর্যের দিকে রয়েছে, তা মুক্তোর মতো জ্বলছে। ইউরেনাসের মেরুতে একটি ভিন্ন আভা দেখা গিয়েছে। এর পৃষ্ঠে জল, মিথেন এবং অ্যামোনিয়া রয়েছে। ওয়েবের ছবিতে ইউরেনাসের 13টি বলয়ের মধ্যে 11টি দেখা যাচ্ছে।

এই ছবি তুলতে কতক্ষণ সময় লেগেছে?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, JWST মাত্র 12 মিনিটের জন্য ইউরেনাসের দিকে ঘুরেছিল। আর তখনই এই দুর্দান্ত সব ছবি এসেছে। আরও কিছুক্ষণ থাকলে অনেক দৃশ্য দেখা সম্ভব হত। তবে এই ছবির ভিত্তিতে বর্তমানে ইউরেনাস নিয়ে বিশদ গবেষণা করছেন বিজ্ঞানীরা।

Next Article