SpaceX Moon Trip: জাপানি ধনকুবেরের চন্দ্রাভিযানের সঙ্গী এই ভারতীয় অভিনেতা, পাড়ি দেবেন ইলন মাস্কের স্পেসএক্সে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 10, 2022 | 5:40 PM

Yusaku Maezawa's SpaceX Moon Trip: ইলন মাস্কের স্পেসএক্স রকেটে চড়ে চাঁদে যেতে চলেছেন জাপানিজ় বিলিয়নেয়ার ইয়ুসাকু মায়েজ়াওয়া। শুক্রবার তিনি ঘোষণা করেছেন, আট জনের ক্রু মেম্বার তাঁর সঙ্গে চাঁদে পাড়ি দেবে। সেই চন্দ্রাভিযানেই জায়গা করে নিয়েছেন এক ভারতীয় অভিনেতা

SpaceX Moon Trip: জাপানি ধনকুবেরের চন্দ্রাভিযানের সঙ্গী এই ভারতীয় অভিনেতা, পাড়ি দেবেন ইলন মাস্কের স্পেসএক্সে
জাপানিজ় বিলিয়নেয়ার ইয়ুসাকু মায়েজ়াওয়া এবং তাঁর মুন ট্রিপের অন্যান্য সদস্যরা।
Image Credit source: DearMoon.Earth

Follow Us

Yusaku Maezawa: ইলন মাস্কের স্পেসএক্স রকেটে চড়ে চাঁদে যেতে চলেছেন জাপানিজ় বিলিয়নেয়ার ইয়ুসাকু মায়েজ়াওয়া। শুক্রবার তিনি ঘোষণা করেছেন, আট জনের ক্রু মেম্বার তাঁর সঙ্গে চাঁদে পাড়ি দেবে। সেই চন্দ্রাভিযানেই জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেতা দেব যোশি। ইলন মাস্কের স্পেসএক্সে চাঁদে যাওয়ার পরিকল্পনাটি নতুন বছরের প্রথম দিকেই বাস্তবায়িত করতে চলেছেন জাপানি ইয়ুসাকু।

ডিয়ার মুন ক্রু চন্দ্রাভিযানের আটজন সদস্যের তালিকায় রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজে এবং প্রোডিউসার স্টিভ আওকি, মার্কিন ইউটিউবার টিম ডোড, চেক আর্টিস ইয়েমি এডি, আইরিশ ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম, ব্রিটিশ ফটোগ্রাফার করিম ইলিয়া, মার্কিন ফিল্মমেকার ব্রেন্ডন হল, ভারতীয় অভিনেতা দেব যোশি এবং দক্ষিণ কোরিয়ার টপ কে-পপ মিউজ়িশিয়ানরা।


মায়েজ়াওয়া তাঁর প্রথম চন্দ্র ভ্রমণের সিট বুকিং করার কাজটি শুরু করে দিয়েছিলেন সেই 2018 সাল থেকে। গত বছর 12 দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো সয়ুজ মহাকাশযান থেকে তাঁর ট্রিপটি ফলো করবেন মায়েজ়াওয়া। টুইটারে এই সুখবরটি জানিয়েছেন এই জাপানি বিলিয়নেয়ার। সেখানে #DearMoonProject নামটির কথাও জানিয়েছেন তিনি।

এইভাবে মায়েজ়াওয়া এবং তাঁর ক্রু চাঁদের স্পেসএক্স ফ্লাইবাইতে প্রথম যাত্রী হবেন, যেখানে জেফ বেজোসের ব্লু অরিজিনের মতো একাধিক বাণিজ্যিক স্পেসক্রাফ্টগুলি ধনী ক্লায়েন্টদের জন্য মহাকাশ ভ্রমণের নবদিগন্তের সূচনা করেছে।

স্পেসএক্স-এর স্টারশিপ ভেহিকলে থাকা মিশনটি উৎক্ষেপণ হওয়ার পর থেকে পৃথিবীতে ফিরে আসতে আট দিন সময় নেবে। তার মধ্যে তিন দিন চাঁদের চারপাশ প্রদক্ষিণ করা এবং চন্দ্রপৃষ্ঠ থেকে 200 কিলোমিটারের মধ্যে আসার সময়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই ফ্লাইটটি 2023 সালের প্রথমেই উৎক্ষেপণ হওয়ার জন্য নির্ধারিত ছিল। কিন্তু এর রকেটগুলির পরীক্ষা করার কাজ একটু বেশি সময় নিয়ে নেওয়ার ফলে আখেরে মিশনটাই পিছিয়ে যাচ্ছে।

এদিকে টুইটারের প্রতি এহেন মায়েজ়াওয়া যেন একটু বেশিই মোহগ্রস্ত। তিনি সবচেয়ে বেশি রিটুইট পোস্টের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছেন। সম্প্রতি তিনি যে ডিয়ার মুন ক্রু চন্দ্র ভ্রমণের টুইটটি করেছেন, সেটি রিটুইট করার জন্য 100 জন বিজয়ীকে 1 মিলিয়ন ইয়েন ($7300) নগদ পুরস্কারের প্রস্তাব দিয়েছেন।

বিলিয়নেয়ার জানিয়েছেন যে, টুইটার ব্যবহার করেই তিনি বিশ্ব থেকে আটজন ক্রু সদস্যকে চাঁদের সফরে যোগদানের জন্য নিয়োগ করেছেন। সেই সুযোগ লুফে নিতে 1 মিলিয়ন লোক আবেদন করেছিলেন বলেও যোগ করেছেন তিনি।

এদিকে কয়েক দিন আগেই এই চন্দ্র ভ্রমণ নিয়ে টুইটার প্রধান ইলন মাস্কের সঙ্গে একটি মিটিং করেছিলেন মায়েজ়াওয়া। তারপরই তিনি ‘মহাকাশ সম্পর্কে বড় ঘোষণা’টি করেন। যাঁরা মায়েজ়াওয়াকে চেনেন না, তাঁদের জেনে রাখা উচিত তিনি অনলাইন ফ্যাশন রিটেইলার জোজো ইনকর্পোরেটেড প্রতিষ্ঠাতা, যেখানে শেয়ারহোল্ডার হিসেবে সফটব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশনের ইন্টারনেট বিজ়নেস এখন প্রথমে রয়েছে।

Next Article