Solar Mission: চাঁদের পর এবার টার্গেট সূর্য, সৌর বায়ুমণ্ডল সম্পর্কে খোঁজ নিতে প্রস্তুতি শুরু ISRO-র

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 17, 2023 | 6:28 PM

Aditya-L1 Solar Mission: এবার সূর্যমিশনে যেতে চলেছে ISRO। চলতি বছরের অগস্টের শেষ দিকে সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য একটি পোলার স্যাটেলাইট রকেট (PSLV) পাঠাতে চলেছে তারা। সূর্যমিশনের জন্য আদিত্য L1 নামক একটি করোনাগ্রাফি স্যাটেলাইট পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Solar Mission: চাঁদের পর এবার টার্গেট সূর্য, সৌর বায়ুমণ্ডল সম্পর্কে খোঁজ নিতে প্রস্তুতি শুরু ISRO-র
এবার সূর্যমিশনে যেতে চলেছে ISRO।

Follow Us

Solar Mission Of ISRO: দেশের মহাকাশ সংস্থার জন্য একটা স্মরণীয় বছর হতে চলেছে 2023। চলতি বছরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গ্যানাইজ়েশন বা ISRO একাধিক আন্তঃগ্রহ মিশনের (Interplanetary Mission) লক্ষ্য নিয়েছে। গত শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এবার সূর্যমিশনে যেতে চলেছে ISRO। চলতি বছরের অগস্টের শেষ দিকে সৌর বায়ুমণ্ডল অধ্যয়নের জন্য একটি পোলার স্যাটেলাইট রকেট (PSLV) পাঠাতে চলেছে তারা। সূর্যমিশনের জন্য আদিত্য L1 নামক একটি করোনাগ্রাফি স্যাটেলাইট পাঠানো হবে বলে জানা গিয়েছে।

ISRO-র তরফ থেকে বলা হয়েছে, মহাকাশযানটিকে সূর্য-পৃথিবী সিস্টেমের প্রথম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। L1 পয়েন্টের চারপাশে থাকা স্যাটেলাইটের একটা বিশেষ সুবিধা রয়েছে। তা হল, কোনও গ্রহণ ছাড়াই সূর্যকে অবিচ্ছিন্ন ভাবে দেখার। এখন ISRO-র তরফে আদিত্য L1 মিশন সম্পন্ন করা হবে ঠিক এমনই একটা সময়ে যখন চন্দ্রযান-3 মহাকাশযান দ্বারা বহন করা ল্যান্ডারটি চন্দ্রের মাটিতে অবতরণ করবে। জানা গিয়েছে, 23 অগস্ট চন্দ্রযানটি চাঁদের মাটিতে অবতরণ করবে। তার ঠিক পরেই এই সূর্যমিশনটি হতে চলেছে বলে খবর।

গত শুক্রবার ISRO তার LVM3 রকেট ব্যবহার করে চন্দ্রযান-3 মহাকাশযানটিকে কক্ষপথে প্রবেশ করিয়েছে। ইসরো চেয়ারম্যান এস. সোমানাথ বলছেন, 23 অগস্ট ল্যান্ডারটি সন্ধে 5টা 47 মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করবে। ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA) তরফে বলা হচ্ছে, চন্দ্রমিশনটি ISRO-র পরবর্তী আন্তঃগ্রহ মিশন আদিত্য L1-এর জন্য ট্র্যাকিং সাপোর্ট করবে। সেই কারণেই অগস্টের শেষ দিকেই এই মিশন উৎক্ষেপণের সেরা সময়।

আদিত্য L1-এর নামকরণ করা হয়েছে হিন্দু দেবতা সূর্যের আর এক নাম থেকে। এদিকে L-1 হল আর্থ-সোলার সিস্টেমের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তরফে বলা হয়েছে, এই স্যাটেলাইটটি সৌরজগতের একাধিক বিষয় অধ্যয়ন করবে। তার মধ্যে রয়েছে করোনাল ভর নির্গমনের গতি এবং তার উৎস। আদিত্য L1-এর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কৌরো (Kourou) এবং গুনহিলি (Goonhilly) থেকে ট্র্যাকিং কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে। আর সেই কারণেই ইউরোপিয়ান স্পেস এজেন্সি ভারতের এই মিশনকে এতটা সাপোর্ট করছে। তাছাড়া ESA-র বৃহত্তম অ্যান্টেনাগুলির সাপোর্টও অন্তর্ভুক্ত করা হবে- তিনটি 35 মিটার ডিপ স্পেস অ্যান্টেনা, যেগুলি অস্ট্রেলিয়ার নিউ নর্সিয়াতে ম্যালারগু, আর্জেন্টিনা; এবং সেব্রেরোস, স্পেনে অবস্থিত।

ESA প্রতিদিন এই স্টেশনগুলিকে কাজে লাগায় জুস, বেপিকলম্বো এবং সোলার অরবিটারের মতো সৌরজগতের এক্সপ্লোরারদের এবং গাইয়া ও সদ্য চালু হওয়া ইউক্লিড মহাকাশ অবজারভেটরিরর মতো সম্প্রসারিত বহরের সঙ্গে যোগাযোগ করার জন্য। তারা ESA-র প্রাতিষ্ঠানিক এবং বাণিজ্যিক অংশীদারদের দ্বারা পরিচালিত মিশনগুলিকে সাপোর্ট করে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির তরফে বলা হচ্ছে, “ESA ফ্লাইট ডায়নামিক্স বিশেষজ্ঞরাও আদিত্য L1-এর সাপোর্টে ব্যস্ত ছিলেন। অরবিট ডিটারমিনেশন সফটওয়্যারটির বৈধতা দিতে সাহায্য করা হয়েছে, যা আদিত্য L1 মিশনের জন্য ব্যবহার করা হবে। মহাকাশযান কোথায় রয়েছে, তা গণনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হল সফটওয়্যারটি। পাশাপাশি এর বৈজ্ঞানিক যন্ত্রগুলিকেও ক্যালিব্রেট করতে কাজে লাগে।”

“ইএসএ ফ্লাইট ডাইনামিক্স বিশেষজ্ঞরাও আদিত্য-এল১-এর সমর্থনে জড়িত ছিলেন। ইএসএ ‘অরবিট ডিটারমিনেশন’ সফ্টওয়্যারটির বৈধতা দিতে সহায়তা করেছিল যা ইসরো আদিত্য-এল১ মিশনের জন্য ব্যবহার করবে। এই সফ্টওয়্যারটি আপনার মহাকাশযান ঠিক কোথায় আছে তা গণনা করার জন্য গুরুত্বপূর্ণ এটির সাথে যোগাযোগ করার জন্য এবং এর বৈজ্ঞানিক যন্ত্রগুলিকে ক্যালিব্রেট করার জন্য,” ESA বলেছে 2024 সালে ISRO একটি ভেনাস মিশনের পরিকল্পনাও করেছে, যাকে পরবর্তীতে ‘নাইট ফ্লাইট টু ভেনাস’ বলা হবে।

Next Article