Chandrayaan 3: হঠাৎ লাফিয়ে উঠল ল্যান্ডার বিক্রম, সফলভাবে সফট ল্যান্ডিং করল দ্বিতীয়বারও

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 04, 2023 | 1:30 PM

ISRO's Chandrayaan-3 Mission: লাফ দেওয়ার সময়ে বিক্রম ল্যান্ডারের সমস্ত যন্ত্রাংশ ও যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করেছে। লাফ দেওয়ার আগে বিক্রম ল্যান্ডারের ব়্যাম্প, চেস্ট এবং আইএলএসএ পেলোডগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার সফট ল্যান্ডিংয়ের পর খুলে দেওয়া হয়েছে।

Chandrayaan 3: হঠাৎ লাফিয়ে উঠল ল্যান্ডার বিক্রম, সফলভাবে সফট ল্যান্ডিং করল দ্বিতীয়বারও

Follow Us

Chandrayaan 3 Update: চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে। একপাশে প্রজ্ঞান রোভার তার কাজ চালিয়ে যাচ্ছে। আর একই সময়ে, বিক্রম ল্যান্ডার চাঁদের পৃষ্ঠে লাফ দিচ্ছে। ইসরোর বিজ্ঞানীরা প্রথম থেকেই তাদের নজর রেখেছে ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের দিকে। এবার একটি নতুন ভিডিয়ো তুলে ধরল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। তাতে দেখা যাচ্ছে, চাঁদের পৃষ্ঠে লাফ দিচ্ছে ল্যান্ডার বিক্রম। ধুলো উড়ছে। চার পায়ে 40 সেন্টিমিটার উচ্চতায় লাফ দিয়েছে ছোট্ট বিক্রম। ঠিক সেই সময়ে ল্যান্ডারটি 30 থেকে 40 সেন্টিমিটার দূরত্বও কভার করেছে। ISRO টুইট করে জানিয়েছে যে, বিক্রম আবার সফট ল্যান্ডিং করেছে। বিক্রম ল্যান্ডার তার মিশনের উদ্দেশ্যের চেয়ে বেশি তথ্য দিচ্ছে।”

কমান্ড দেওয়ার পর বিক্রমের ইঞ্জিন চালু হয়। এর পরে ল্যান্ডারটি 40 সেন্টিমিটার উপরে চলে যায়। এর পরে তার পুরনো জায়গা থেকে 30-40 মিটার দূরে একটি নতুন জায়গায় সফট ল্যান্ডিং করে। এই লাফের পর চাঁদের মাটি থেকে ফেরার প্রাথমিক প্রস্তুতি সফল হয়েছে বলে মনে করছেন ISRO-র বিজ্ঞানীরা।

 

লাফানোর সময় সব ঠিক ছিল?

লাফ দেওয়ার সময়ে বিক্রম ল্যান্ডারের সমস্ত যন্ত্রাংশ ও যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করেছে। লাফ দেওয়ার আগে বিক্রম ল্যান্ডারের র‌্যাম্প, চেস্ট এবং আইএলএসএ পেলোডগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার সফট ল্যান্ডিংয়ের পর খুলে দেওয়া হয়েছে। এর আগে, চন্দ্রযান-3-এর প্রজ্ঞান রোভারকে চাঁদের এমন জায়গায় এনে স্লিপ মোডে রাখা হয়েছে, যেখানে সূর্য আবার উঠলে সৌরশক্তি পাবে, তারপর আবার সক্রিয় হয়ে উঠবে। আগামী এক-দুই দিনের মধ্যে চাঁদে অন্ধকার নেমে আসবে। তারপর ল্যান্ডার-রোভারটি 14-15 দিন অন্ধকারে ডুবে থাকবে। অর্থাৎ চাঁদে রাত হতে চলেছে।


অন্ধকার হয়ে গেলে কী হবে? 

ল্যান্ডার ও রোভারে সোলার প্যানেল বসানো হয়েছে। তারা সূর্য থেকে শক্তি নিয়ে চার্জ হবে। যতক্ষণ তারা সূর্যের আলো পাবে, ততক্ষণ তাদের ব্যাটারি চার্জ হতে থাকবে। তারা কাজ চালিয়ে যাবে। রোভার এবং ল্যান্ডার অন্ধকার হয়ে যাওয়ার পরেও কয়েক দিন বা ঘন্টা কাজ করতে পারে। এটি তাদের ব্যাটারির চার্জিংয়ের উপর নির্ভর করে। কিন্তু এর পর তারা আগামী 14-15 দিন পর সূর্য ওঠার জন্য অপেক্ষা করবে। অর্থাৎ সুর্যের আলোর অপেক্ষা করবে।

Next Article