AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mysterious Pyramid: খুলে গেল আটদুয়ারী পিরামিডের একটি দরজা, বাকিগুলো খুলে গেলেই…

Sahura's Pyramid: রহস্যময় পিরামিডের একটি ঘর খোলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা এও মনে করেছেন যে, এই ঘর থেকে প্রাচীন রহস্য উদঘাটিত হতে পারে। এমনকি রহস্য উদঘাটন করতে গিয়ে পিরামিডের ভিতরে লুকিয়ে থাকা ফারাওদের সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।

Mysterious Pyramid: খুলে গেল আটদুয়ারী পিরামিডের একটি দরজা, বাকিগুলো খুলে গেলেই...
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 5:08 PM
Share

মিশর, নামটা নিশ্চয়ই কখনও না কখনও শুনেইছেন, যাকে পিরামিডের দেশও বলা হয়। কথায় আছে সেখানকার এক একটা পিরামিডয়ে আলাদা আলাদা রহস্য লুকিয়ে আছে। সাহুরার পিরামিডও তার মধ্যে একটি। ইঞ্জিনিয়ার জন পেরিং 1836 সালে প্রথমবারের মতো পিরামিড খনন করেন। এবার মিশরের গবেষকরা 4400 বছরের পুরনো কক্ষ আবিষ্কার করেছেন। মিশরের পঞ্চম রাজা ফারাও সাহুরার পিরামিডে এই ঘরগুলো পাওয়া গিয়েছে। জুলিয়াস ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ উরজবার্গের একটি দল এই ঘরগুলি আবিষ্কার করেছে। আবিষ্কার করা এই সব ঘর থেকে থেকে প্রাচীন রহস্য উদঘাটন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তার মতে, এখানে মোট আটটি ঘর পাওয়া গিয়েছে।

রহস্যময় পিরামিডের একটি ঘর খোলা হয়েছে:

বহুদিন ধরে একটি কথা প্রচলিত আছে যে, এই পিরামিডটি মিশরীয় ফারাও সাহুরার জন্য নির্মিত হয়েছিল, অর্থাৎ প্রায় 4400 বছর আগে। এখন এই রহস্যময় পিরামিডের একটি ঘর খোলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা এও মনে করেছেন যে, এই ঘর থেকে প্রাচীন রহস্য উদঘাটিত হতে পারে। এমনকি রহস্য উদঘাটন করতে গিয়ে পিরামিডের ভিতরে লুকিয়ে থাকা ফারাওদের সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।

কীভাবে গবেষকরা এই ঘরগুলি আবিষ্কার করেছেন?

সুহরার পিরামিডটি প্রথম খনন করেন 1836 সালে কর্নেল হাওয়ার্ড ওয়াইসে কর্মরত প্রকৌশলী জন পেরিং। এর পরে, 1907 সালে, মিশরবিদ লুডভিগ বোরচার্ড এটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারেন। 100 বছরেরও বেশি সময় পরে, গবেষকরা ভেঙে পড়া এই পিরামিড নিয়ে গবেষণা শুরু করেন।

প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে:

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, জুলিয়াস-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভার্সিটির একটি দল সাহুরার পিরামিডের গোপন রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে। তার জন্য দলটি 3D লেজার স্ক্যানিং এবং এলাকার মানচিত্র ব্যবহার করছে। এসবের সাহায্যে তারা পিরামিডের ভিতরে আটটি ঘরের মধ্যে একটিকে খুলতে পেরেছেন। বিজ্ঞানীদের মতে, পিরামিডের এই সমস্ত ঘরগুলি ভিতরে এমন কিছু আছে, যা আগে কেউ কখনও দেখেনি। তবে 4400 বছর পরে সেই সমস্ত ঘরগুলি আর ভাল অবস্থায় নেই। বলতে গেলে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।

রিপোর্ট অনুসারে, এই পিরামিডটি খ্রিস্টপূর্ব 26 থেকে 25 শতকের মধ্যে সাহুরার জন্য নির্মিত হয়েছিল, যা সাহুরে নামেও পরিচিত। প্রধান পিরামিডটি চুনাপাথর টুকরো দিয়ে নির্মিত। বিজ্ঞানীদের মতে, এই পিরামিডের ভিতরের বেশিরভাগ ঘরেই সাহুরার কোনও না কোনও নিদর্শন লুকিয়ে আছে। তবে এখনও পর্যন্ত এই পিরামিডের গবেষণা শেষ হয়নি। যদিও পিরামিড নিয়ে বেশ ভয়েই রয়েছেন স্থানীয়রা। তুতানখামেন হোক বা ক্লিওপেট্রা- ফারাওদের সমাধিতে খনন কার্য চালিয়ে নানাবিধ অলৌকিক কাণ্ড কারখানার সম্মুখীন হয়েছে প্রত্নতাত্ত্বিকরা। ফলত, আটটি দরজার বাকি সাতটি খুলে গেলে যে ফের ‘অপদেবতা’র রোষে পড়তে হতে পারে, তা ভেবেই শঙ্কিত মিশরীয়রা।