Plastic Pollution: সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেল দূষণ, বিশ্বব্যাপী মহাসাগরে জমা হয়েছে 170 ট্রিলিয়ন প্লাস্টিক

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 10, 2023 | 2:45 PM

Ocean Pollution: নতুন গবেষণা অনুসারে, গোটা বিশ্বের সমুদ্রে 171 ট্রিলিয়নও বেশি প্লাস্টিকের টুকরো ভাসছে। এর সম্মলিত ওজন হবে 2.3 মিলিয়ন টন! সঠিক পদক্ষেপ না নিলে বা সাগরে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ করা না গেলে 2040 সাল নাগাদ সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ তিন গুণ বেড়ে যাবে।

Plastic Pollution: সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেল দূষণ, বিশ্বব্যাপী মহাসাগরে জমা হয়েছে 170 ট্রিলিয়ন প্লাস্টিক

Follow Us

Plastic Pollution New Study: প্লাস্টিক দূষণকে (Plastic Pollution) কেন্দ্র করে একের পর এক সতর্কবার্তা দিয়ে চলেছেন বিজ্ঞানীরা। বর্তমানে প্লাস্টিক মহাসাগরের ক্ষেত্রে একটি বড় সমস্যা হয়ে উঠছে। নতুন গবেষণা অনুসারে, গোটা বিশ্বের সমুদ্রে 171 ট্রিলিয়নও বেশি প্লাস্টিকের টুকরো (Plastic pieces) ভাসছে। এর সম্মলিত ওজন হবে 2.3 মিলিয়ন টন! আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল 1979 থেকে 2019 সালের মধ্যে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগর থেকে প্রায় 12,000 নমুনা সংগৃহীত করে তা নিয়ে গবেষণা করেছেন। তাঁরা 2005 সাল থেকে সমুদ্রের প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে বিভিন্ন গবেষণা করছেন। তবে নতুন গবেষণায় দাবি করা হয়েছে, সঠিক পদক্ষেপ না নিলে বা সাগরে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ করা না গেলে 2040 সাল নাগাদ সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ তিন গুণ বেড়ে যাবে।

PLOS ONE-এর জার্নালে প্রকাশিত তথ্য় অনুযায়ী, 1990 সাল পর্যন্ত প্লাস্টিকের দূষণের মাত্রা কতটা, সে ব্য়পারে স্পষ্ট কোনও তথ্য় পাওয়া যায়নি। তবে 1990-এর পর থেকে 2005 সাল পর্যন্ত প্লাস্টিক দূষণের মাত্রা যে বেড়েছে, তা এক প্রকার পরিষ্কার।

গাইরেস ইনস্টিটিউটের গবেষণা পরিচালক লিসা এরডল CNN-কে বলেন, যে হারে প্লাস্টিক সমুদ্রে প্রবেশ করছে, তাতে জরুরী পদক্ষেপ না নিলে 2040 সালের মধ্যে প্লাস্টিক দূষণ 2.6 গুণ বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাপী প্লাস্টিকের মাত্র 9 শতাংশ পুনর্ব্যবহৃত হচ্ছে। বাকি সব পরিবেশে মিশে যাচ্ছে এবং দূষণ ঘটাচ্ছে।

এ ছাড়া গবেষকরা জানিয়েছেন, বর্তমানে উত্তর আটলান্টিক সাগরে প্লাস্টিকের ঘনত্ব সবচেয়ে বেশি। ভূমধ্যসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর-এর কাছাকাছি অঞ্চলগুলির আরও তথ্য় প্রয়োজন। এতে তারা গবেষণা করে সেইসব সাগরে প্লাস্টিকের ঘনত্ব সম্পর্কে জানতে পারবেন।

ক্যালিফোর্নিয়ার মুর ইনস্টিটিউট ফর প্লাস্টিক পলিউশন রিসার্চের গবেষক ভিন কাউগার বলেন, “এই গবেষণাটি করতে গিয়ে বুঝতে পারলাম সমুদ্রে প্লাস্টিক পরিমাপ করা কতটা চ্যালেঞ্জিং। বর্তমানে এই সমস্য়ার সমাধানের উপর জোর দেওয়া প্রয়োজন।”

একবার ভেবে দেখুন, প্রতি বছর 11 থেকে 29 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে মিশছে। 2040 সালের মধ্যে অতিরিক্ত আরও 600 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে চলে যাবে, যা সমুদ্রের তিন মিলিয়ন নীল তিমির ওজনের সমান। সামুদ্রিক জীবনও এই প্লাস্টিকের কারণে বিপন্ন হওয়ার পথে। তারা এই প্লাস্টিকের বর্জ্যে আটকে যায়। খাবার মনে করে প্লাস্টিক গিলে ফেলে। এতে লক্ষ্য় লক্ষ্য় সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। প্লাস্টিক শুধু একটি পরিবেশগত বিপর্যয় নয়, প্লাস্টিক একটি বিশাল জলবায়ুগত সমস্যাও। তাই প্লাস্টিক ব্য়বহার কমাতে হবে।

Next Article