মহাকাশে সিনেমার শুটিং করতে গিয়েছিলেন রাশিয়ার অভিনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন ছবির পরিচালক এবং একজন কসমোনট অর্থাৎ নভশ্চর। অবশেষে সিনেমার শুটিং সেরে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছে এই দল। রবিবার অর্থাৎ ১৭ অক্টোবর ভারতীয় সময় সকাল ১০টা ৫মিনিটে কাজাখস্থানে অবতরণ করেছে এই টিম। ১২ দিন মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) কাটিয়েছেন ওই অভিনেত্রী, পরিচালক এবং কসমোনট। এই প্রথম মহাকাশে কোনও সিনেমার শুটিং হয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের অরবিটে এই সিনেমার বিভিন্ন দৃশ্যের শুটিং করা হয়েছে।
চলতি বছরের শুরুতে অভিনেতা টম ক্রুজ নাসা এবং স্পেস এক্সের সঙ্গে মিলিত হয়ে একটি হলিউড প্রোজেক্ট ঘোষণা করেছেন। তারও অনেক আগে মহাকাশে রাশিয়ার এই সিনেমার শুটিং হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। যে সিনেমার শুটিং মহাকাশে হয়েছে তার নাম ‘দ্য চ্যালেঞ্জ’। এক ডাক্তারের গল্প বলা হয়েছে এই সিনেমায়। সেই ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ। তাঁর কাজ মহাকাশে গিয়ে এক নভশ্চরের প্রাণ বাঁচানো। আর সেই জন্যই মহাকাশে শুটিং হয়েছে।
যে তিনজন সিনেমার শুটিংয়ের জন্য ১২ দিনের অভিযানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তাঁরা হলেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ, ছবির পরিচালক এবং প্রযোজক ক্লিম শিপেনকো এবং Roscosmos- এর রশিয়ান কসমোনট ওলেগ নোভিতস্কিভ।মার্কিন স্পেস এজেন্সি নাসা জানিয়েছে, Soyuz MS-18 স্পেসক্র্যাফটে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছেড়ে বেরিয়েছেন এই তিন সদস্যের দল। পৃথিবীতে তাঁদের অবতরণের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। মহাকাশ সংক্রান্ত ব্যাপারে উৎসাহীরা সেই ভিডিয়ো নিয়ে মাতামাতিও শুরু করেছেন।
দেখুন সেই ভিডিয়ো
Touchdown after 191 days in space for @Novitskiy_ISS and 12 days in space for two Russian filmmakers! More… https://t.co/CrQl3O1BUl pic.twitter.com/kzXlCTr0og
— International Space Station (@Space_Station) October 17, 2021
ভিডিয়োতে দেখা গিয়েছে, বেলুনের মতো একটা স্পেসক্র্যাফটে চড়ে কাজাখস্থানের মাটি ছুঁয়েছেন ওই তিনজন। অবতরণের সময় ধোঁয়ায় ভরে গিয়েছিল ল্যান্ডিং এলাকা। তবে প্রায় ৫ মিনিটের ভিডিয়োতে কমেন্ট্রি শুনে বোঝা গিয়েছে যে সফলভাবেই পৃথিবীপৃষ্ঠে অবতরণ করেছেন তাঁরা। জানা গিয়েছে, কাজাখস্থানের কারাগান্ডা শহরে রাশিয়ান হেলিকপ্টারে করে ফিরে আসবেন। তারপর স্টার সিটিতে নিজেদের প্রশিক্ষণ শিবিরে ফেরার জন্য গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারের এয়ারক্র্যাফটে চড়বেন ওই তিন সদস্য।
অন্যদিকে আবার জানা গিয়েছে, এই ১২ দিনের মিশনের আগে চলতি মাসের শুরুতে আরও এক অভিজ্ঞ কসমোনটের সঙ্গে মহাকাশে গিয়েছিলেন ‘দ্য চ্যালেঞ্জ’ ছবির পরিচালক এবং অভিনেত্রী। সেই অভিজ্ঞ নভশ্চরের নাম Anton Shkaplerov। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনেই রয়েছেন তিনি। ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও এই ছবির সম্পর্কে বিশেষ কোনও তথ্য এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক-প্রযোজক। এমনকি গোপন রাখা হয়েছে ছবির বাজেটও।
আরও পড়ুন- Lucy: গ্রহাণু পর্যবেক্ষণকারী মহাকাশযান উৎক্ষেপণ করেছে নাসা, সৌরজগতের বাইরে Lucy থাকবে ১২ বছর