Solar Eclipse 2021: বছরের প্রথম সূর্যগ্রহণের ছবিতে মুগ্ধ নেটিজেনরা! দেখুন ফটোগ্যালারি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 11, 2021 | 12:54 PM

সূর্যগ্রহণের ছবি তোলার জন্যও সোলার একলিপ্স গ্লাস পরা বাধ্যতামূলক। কারণ গ্রহণের সময় অবশিষ্ট রশ্মির প্রভাবে চোখের ক্ষতি হওয়ার সম্বাবনা প্রবল। তাই সরাসরি খালি চোখের সূর্যের দিকে তাকানো উচিত নয়।

1 / 5
বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছে। নাসা জানিয়েছিল, সূর্য ও পৃথিবীর মধ্যিখানে চাঁদ এমনভাবে চলে আসবে যে ৯৫ শতাংশ সূর্যের উপর চাঁদের ছায়া পড়বে ।

বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছে। নাসা জানিয়েছিল, সূর্য ও পৃথিবীর মধ্যিখানে চাঁদ এমনভাবে চলে আসবে যে ৯৫ শতাংশ সূর্যের উপর চাঁদের ছায়া পড়বে ।

2 / 5
সূর্যের উপর পুরোপুরি চাঁদের ছায়া পড়বে না। ফলে এই গ্রহণে রিং অফ ফায়ার দেখা যাবে। অনেকটা উজ্জ্বল আংটির মতো দেখতে লাগবে এই গ্রহণ।

সূর্যের উপর পুরোপুরি চাঁদের ছায়া পড়বে না। ফলে এই গ্রহণে রিং অফ ফায়ার দেখা যাবে। অনেকটা উজ্জ্বল আংটির মতো দেখতে লাগবে এই গ্রহণ।

3 / 5
আমেরিকা ও ইউকে-সহ সারা বিশ্বই বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে। এমন মহাজাগতিক ঘটনায় সামিল হতে পারেনি ভারত। কারণ ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশ ছাড়া অন্য কোথাও সূর্যগ্রহণ দেখা যায়নি।

আমেরিকা ও ইউকে-সহ সারা বিশ্বই বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে। এমন মহাজাগতিক ঘটনায় সামিল হতে পারেনি ভারত। কারণ ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশ ছাড়া অন্য কোথাও সূর্যগ্রহণ দেখা যায়নি।

4 / 5
সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ দেখা গিয়েছে ইউকের আকাশে। পরিস্কার আকাশে এমন মহাজাগতিক ঘটনাকে চাক্ষুস করতে কৌতূহলের শেষ ছিল না মানুষজনের।

সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ দেখা গিয়েছে ইউকের আকাশে। পরিস্কার আকাশে এমন মহাজাগতিক ঘটনাকে চাক্ষুস করতে কৌতূহলের শেষ ছিল না মানুষজনের।

5 / 5
 পূর্ব আমেরিকা, উত্তর আলাস্কা, কানাডার বেশিরভাগ অংশ এবং ক্যারিবিন, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকায় এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে বলে জানিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসা।

পূর্ব আমেরিকা, উত্তর আলাস্কা, কানাডার বেশিরভাগ অংশ এবং ক্যারিবিন, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকায় এই সূর্যগ্রহণ দেখা গিয়েছে বলে জানিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসা।

Next Photo Gallery