Solar Eclipse 2021: কোথায় কোথায় দেখা গেল বছরের প্রথম সূর্যগ্রহণ?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 10, 2021 | 6:24 PM

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, লাদাখ এবং অরুণাচলপ্রদেশের কিছু অংশ থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে বেলা সাড়ে তিনটে নাগাদ। বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত চলেছে গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে। 

Solar Eclipse 2021: কোথায় কোথায় দেখা গেল বছরের প্রথম সূর্যগ্রহণ?
রিং অফ ফায়ার

Follow Us

বৃহস্পতিবার ১০ জুন বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এইটি অ্যানুলার বা পার্শিয়াল অর্থাৎ আংশিক সূর্যগ্রহণ। অর্থাৎ চাঁস পুরোপুর সূর্যকে ঢেকে ফেলবে না। তার ফলে চাঁদের চারপাশ দিয়ে সূর্যের কিছুটা অংশ দেখা যাবে। এই অপরূপ সৌন্দর্যের নামই হল ‘রিং অফ ফায়ার’। দেখে মনে হবে যেন একটা উজ্জ্বল আগুলের গোলক রয়েছে চাঁদের চারপাশে।

ভারতে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ?

বছরের প্রথম সূর্যগ্রহণ এবং ‘রিং অফ ফায়ার’ দর্শনের সুযোগ সেভাবে পাবেন না ভারতবাসী। কেবলমাত্র লাদাখ এবং অরুণচলপ্রদেশের কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা সম্ভব। ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিট নাগাদ শুরু হবে সূর্যগ্রহণ। শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে।

কোথায় কোথায় দেখা যাবে বছরের প্রথম ‘রিং অফ ফায়ার’?

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, লাদাখ এবং অরুণাচলপ্রদেশের কিছু অংশ থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছে বেলা সাড়ে তিনটে নাগাদ। বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত চলেছে গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে।

এছাড়া পূর্ব আমেরিকা, উত্তর আলাস্কা, কানাডার বেশিরভাগ অংশ এবং ক্যারিবিন, ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকায় এই সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসা।

অ্যানুলার সূর্যগ্রহণ আসলে কী?

এক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে অনেক দূর থাকে। ফলে সূর্যকে সম্পূর্ণ ভাবে ঢেকে ফেলার জন্য এর আয়তন হয় অনেকটা কম। এর ফলে সূর্যের চারপাশের অংশ দেখা যায়। মধ্যবর্তী অংশ চাঁদে ঢাকা পড়ে। গ্রহণ চলাকালীন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখার অবস্থা করেন।

অনলাইনে সূর্যগ্রহণ দেখার সুযোগ

নাসার ইউটিউব চ্যানেলের (অফিশিয়াল) মাধ্যমে ২০২১ সালের প্রথম সোলার ইক্লিপস (অ্যানুলার বা পার্শিয়াল) এবং ‘রিং অফ ফায়ার’ দেখার সুযোগ পাওয়া যাবে।

আরও পড়ুন- বৃহস্পতির ‘বিগেস্ট মুন’ Ganymede- এর কাছাকাছি পৌঁছে দুর্দান্ত ছবি তুলেছে নাসার স্পেসক্র্যাফট জুনো

পরবর্তী সূর্যগ্রহণ

চলতি বছর পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর। এ বছর অরররথাত ২০২১ সালে মোট দু’টিই সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Next Article