চলতি মাসেই ফের স্পেস সেন্টার যাওয়ার পরিকল্পনা করছে SpaceX !

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 17, 2021 | 6:29 PM

সংস্থাটি জানিয়েছে, স্পেসএক্সের (SpaceX) জন্য এটি ২৩তম বাণিজ্যিক পুনরায় সরবরাহ মিশন, যেটি নাসাকে বাণিজ্যিক পণ্য সরবরাহ করতে সাহায্য করবে।

চলতি মাসেই ফের স্পেস সেন্টার যাওয়ার পরিকল্পনা করছে SpaceX !
ছবিটি প্রতীকী

Follow Us

আগামী ২৮ অগস্ট, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি মিশন চালানোর পরিকল্পনা করেছে হাথর্ন-ভিত্তিক স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন । সংস্থাটি জানিয়েছে, স্পেসএক্সের (SpaceX) জন্য এটি ২৩তম বাণিজ্যিক পুনরায় সরবরাহ মিশন, যেটি নাসাকে বাণিজ্যিক পণ্য সরবরাহ করতে সাহায্য করবে।

জানা গিয়েছে, স্পেসএক্সের ফ্যালকন রকেট এবং ড্রাগন মহাকাশযান মিশনে এমন পদার্থ ব্যবহার করা হবে যেটি তীব্র বিকিরণ থেকে রক্ষা করতে পারে। যাতে মহাকাশের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে ও তাদের প্রভাবিত করবে। এছাড়া এই মিশনের মাধ্যমেই নাসা থেকে বিজ্ঞান প্রকল্প ও সরঞ্জামগুলি বহন করবে। যার মধ্যে একটি রোবোটিক আর্ম এবং হাড়ের ঘনত্বের ক্ষতির চিকিত্সা এবং প্রতিরোধের উপর একটি গবেষণার সরঞ্জাম বহন করবে স্পেসএক্সের এই যান।

জানা গিয়েছে, ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে সকাল ৩টে ৩৭ মিনিট নাগাদ উত্ক্ষেপন করা হবে। নাসার সঙ্গে অতিরিক্ত মিশনে স্পেসএক্স যে বিদ্যমান তা বলাই বাহুল্য। এপ্রিল মাসে কোম্পানিকে একটি চন্দ্রযান নির্মাণের জন্য ২.৯ বিলিয়ন ডলারের চুক্তি প্রদান করা হয়েছিল। চুক্তি স্থগিত হওয়ার পর কোম্পানি জুলাই মাসে প্রকল্পের অগ্রগতির জন্য অতিরিক্ত ৩০০ মিলিয়ন দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

জুলাই মাসে, নাসা ঘোষণা করেছিল যে এটি স্পেসএক্সকে প্রায় 178 মিলিয়ন ডলারের চুক্তি দেওয়া হয়েছে। সেই চুক্তিতে বৃহস্পতির চাঁদ ইউরোপা অধ্যয়নের মিশনের জন্য লঞ্চ পরিষেবা সরবরাহ করার কথাও উল্লেখ করা হয়েছে। মিশনটি ২০২৪ সালের অক্টোবরে পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট ব্লিডিংয়ের মতো বিশাল গ্রহাণুর ধাক্কায় ধ্বংস হতে পারে পৃথিবী! উদ্বিগ্ন নাসা

Next Article