ব্লু মুনের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন। এবার আপনি সুপার ব্লু মুন চাক্ষুষ করতে চলেছেন। 30 অগস্ট রাত এবং 31 অগস্ট সকালের মধ্যে ঘটতে চলেছে মহাজাগতিক এই ঘটনা। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সুপার ব্লু মুন কী? আসলে, একই মাসে যখন দুই বার পূর্ণ চাঁদ দেখা যায়, তখনই তা সুপার ব্লু মুন। এই ব্লু মুন হল এক মাসের মধ্যে দ্বিতীয় ব্লু মুন, আর সেই কারণেই এটি সুপার ব্লু মুন। তবে এবারের ঘটনা আরও একটি কারণে স্পেশ্যাল। কী সেই কারণ? ব্লু মুন, সুপারমুন এবং রাখিবন্ধন এবারে একই সঙ্গে ঘটতে চলেছে। এই মহাজাগতিক ঘটনা এবারে জ্যোতির্বিজ্ঞান এবং বার্ষিক উৎসবের মধ্যে অসাধারণ একটি সংযোগ তৈরি করতে চলেছে।
Super Blue Moon 2023: কখন, কোথায় দেখবেন
বিভিন্ন মহাজাগতিক ঘটনা সম্পর্কে খোঁজ রাখেন যাঁরা, তাঁরা এদিন সূর্যাস্তের পরই সুপার ব্লু মুন চাক্ষুষ করতে পারবেন। 30 অগস্ট, রাত 8টা 37 মিনিটে দেখা যাবে বিরল এই ঘটনা। ঠিক এই সময়েই সুপার ব্লু মুন সবথেকে উজ্জ্বল দেখা যাবে বলে জানা গিয়েছে। তবে, ইউরোপিয়ান দেশগুলির বাসিন্দারা সুপার ব্লু মুনের সাক্ষী হতে পারে 31 অগস্ট, বৃহস্পতিবারেও।
Super Blue Moon 2023: এবারের সুপার ব্লু মুন কেন বিরল
সুপার ব্লু মুন সবসময়ই বিরল এবং অসাধারণ। তার কারণ, জ্যোতির্বিদ্যাগত কিছু পরিবর্তনের জন্য সুপার ব্লু মুনের মতো ঘটনা 10 বছরে একবার ঘটে। তার উপরে আবার এক মাসে দুটি সুপার ব্লু মুন শেষ বার দেখা গিয়েছিল 2018 সালে এবং 2037 সালের আগে তা আর ঘটার কোনও সম্ভাবনা নেই।
ব্লু সুপার মুন ও রাখিবন্ধন
এবারের সুপার ব্লু মুন আরও একটা কারণে বিশেষ। এই একই দিনে আবার রাখিবন্ধনও পড়েছে। পৃথিবীর মানুষজন এটিকে চাঁদের কাছ থেকে রাখির উপহার হিসেবে ধরতে পারেন। দিদি ও বোনেরা এদিন ভাই বা দাদাকে রাখি পরিয়ে ভালবাসার আদান প্রদান করবেন, মুখ মিষ্টি করবেন, একে অপরের ভাল থাকার প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে।
কেন একে সুপার ব্লু মুন বলা হচ্ছে
উত্তর গোলার্ধে তৃতীয় এবং শেষ পূর্ণিমা বলেই এটি সুপার ব্লু মুন। চাঁদের পৃথিবীর 29 দিনের কক্ষপথ অনুসারে এটি এক মাসের মধ্যে দ্বিতীয় পূর্ণিমা হতে চলেছে। সেই কারণেই সে সুপারমুন হয়ে উঠেছে। সাধারণত, যে চাঁদ আমরা দেখতে পাই, সুপারমুন হল তার থেকে 16 শতাংশ উজ্জ্বল। তাছাড়া সাধারণ চাঁদের থেকে সুপারমুন অনেকটাই বড় হয়। এই মহাজাগতিক ঘটনা তখনই ঘটে, যখন আকাশে পূর্ণিমা থাকবে এবং চাঁদের কক্ষপথ পৃথিবীর সবথেকে কাছে থাকবে।