Primitive Human: আদিম মানুষ আফ্রিকা থেকে কীভাবে এশিয়া-ইউরোপে গেল? বিশ্বের প্রথম মানুষ কে? সব প্রশ্নের উত্তর জানুন

New Study Of Human Development: নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে যে, আধুনিক মানব মস্তিষ্কের বিকাশ প্রায় 1.7 মিলিয়ন বছর আগে পূর্ব আফ্রিকায় শুরু হয়েছিল। সেই যুগে আফ্রিকায় বসবাসকারী আদিম মানুষ পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। তারপর তারা পূর্ব আফ্রিকা ছেড়া কিছু সময় পরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চলে যায়।

Primitive Human: আদিম মানুষ আফ্রিকা থেকে কীভাবে এশিয়া-ইউরোপে গেল? বিশ্বের প্রথম মানুষ কে? সব প্রশ্নের উত্তর জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 1:22 PM

Latest Science News: আদিম মানুষদের অনেক তথ্য়ই এখনও অজানা। বিজ্ঞানীরা সেই সব কিছুর সন্ধান করছেন। অবশিষ্ট অজানা দিকগুলিকে জানার চেষ্টা করছেন। তাই মানুষের বিকাশ নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন তারা। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে যে, আধুনিক মানব মস্তিষ্কের বিকাশ প্রায় 1.7 মিলিয়ন বছর আগে পূর্ব আফ্রিকায় শুরু হয়েছিল। সেই যুগে আফ্রিকায় বসবাসকারী আদিম মানুষ (Primitive Human) পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল। তারপর তারা পূর্ব আফ্রিকা ছেড়ে কিছু সময় পরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চলে যায়। তবে এখন প্রশ্ন জাগে যে, প্রথম আদিম মানুষ (First Primitive Human) কারা এবং কীভাবে তারা এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা (scientists) এই সব প্রশ্নেরই উত্তর খুঁজে পেয়েছেন। গত 10 লাখ বছরের মানব উন্নয়নের গবেষণায় (Study Of Human Development) দেখা গিয়েছে, চার প্রজাতির মানুষ ছিল। এর মধ্যে রয়েছে আধুনিক মানুষ যেমন- হোমো স্যাপিয়েন্স, হোমো নিয়ান্ডারথালেনসিস আর ভারতীয় পূর্বপুরুষদের অন্যতম হোমো হাইডেলবার্গেনসিস এবং হোমো ইরেক্টাস।

Primitive Humans

পৃথিবীতে প্রথম মানুষ কারা ছিল?

বিজ্ঞানীদের মতে, হোমো ইরেক্টাস, যা আফ্রিকায় বিকশিত হয়েছিল, তিনিই প্রথম মানুষ। প্রায় 2 মিলিয়ন বছর আগে আফ্রিকাতে আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল। হোমো ইরেক্টাস তাদের থেকেই বিবর্তিত হয়েছে। ল্যাটিন ভাষায় এর অর্থ ‘সৎ মানুষ’। হোমো ইরেক্টাস মানুষের একটি বিলুপ্ত প্রজাতি। এই প্রজাতিটি 19 লক্ষ বছর আগে থেকে 1.35 লক্ষ বছর আগে পৃথিবীতে বাস করত।

কে প্রথমে আফ্রিকা ছেড়েছিল?

বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, হোমো এরগাস্টার বা আফ্রিকান হোমো ইরেক্টাসই হতে পারে আফ্রিকা ছেড়ে যাওয়া প্রথম মানব প্রজাতি। জীবাশ্মের অবশেষ থেকে বোঝা যায় যে, এই প্রজাতিটি 1.75 মিলিয়ন বছর আগে দক্ষিণ ইউরেশিয়ায় এর পরিসর প্রসারিত করেছিল। প্রায় 1.8 মিলিয়ন বছর আগে, হোমো ইরেক্টাস আফ্রিকা থেকে ইউরেশিয়ায় লেভানটাইন করিডোর এবং হর্ন অফ আফ্রিকা হয়ে ছড়িয়ে পড়ে। জেনেটিক গবেষণার মাধ্য়মে বিজ্ঞানীরা দেখেছেন, মানুষ আফ্রিকা থেকে ইউরেশিয়ায় 70,000 থেকে 55,000 বছর আগে গিয়েছিল।

তবে এখন মনে প্রশ্ন আসতে পারে কেন আদি মানুষ আফ্রিকা ছেড়েছিল?

মানব উন্নয়নের (Human Development) অনেক গবেষণায় দেখা যায় যে, জলবায়ু পরিবর্তনের কারণে আদিম মানুষকে আফ্রিকা ছেড়ে ইউরেশিয়ার দিকে যেতে হয়েছিল। আফ্রিকায় খরার কারণে সেখানে অনাহার সৃষ্টি হয়েছিল। আর সেই কারণেই তারা আফ্রিকা ছেড়ে ইউরেশিয়ার দিকে যেতে শুরু করে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মধ্যপ্রাচ্যের জলবায়ু ও সবুজায়ন আফ্রিকা থেকে মানুষকে তাড়িয়ে দিতে সাহায্য করেছে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের (University of Arizona) ভূতাত্ত্বিকদের গবেষণা অনুসারে, প্রায় 60,000 বছর আগে মানুষ আফ্রিকার বাইরে চলে গিয়েছিল কারণ জলবায়ু আর্দ্র থেকে খুব শুষ্ক হয়ে গিয়েছিল। সেই শুষ্ক পরিবেশে তারা মানিয়ে নিতে পারেনি।