AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrayaan 3: চন্দ্রযান অবতরণের প্রতি মিনিটের আপডেট, মোবাইলে লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

Chandrayaan 3 Update: চন্দ্রযান-3 চাঁদে অবতরণ করবে 23 আগস্ট, 2023 সকাল 6:40 টায়। আপনি এটি ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখতে পারেন।

Chandrayaan 3: চন্দ্রযান অবতরণের প্রতি মিনিটের আপডেট, মোবাইলে লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 12:54 PM
Share

ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান-3 অবতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চলেছেন। বর্তমানে, চন্দ্রযান-3 চাঁদ থেকে সর্বনিম্ন 25 কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করছে। চন্দ্রযান-3 23 অগাস্ট সন্ধ্যা 6:40 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে, যেখানে কোনও দেশ আজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। ISRO-এর প্রাক্তন চেয়ারম্যান কে সিভান বলেন, “সবাই অধীর আগ্রহে এই সাফল্যের অপেক্ষা করছে। আমি নিশ্চিত এবার বড়সড় সাফল্য আসবে।” আপনিও যদি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান, তাহলে জেনে নিন কীভাবে মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখবেন? কারণ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য গোটা বিশ্বের কাছে সেই সুযোগ এনে দিয়েছে ISRO।

কীভাবে মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখবেন?

চন্দ্রযান-3 চাঁদে অবতরণ করবে 23 আগস্ট, 2023 সন্ধ্যা 6:40 টায়। আপনি এটি ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখতে পারেন। ISRO-এর ওয়েবসাইটে দেখতে আপনাকে Google-এ গিয়ে isro.gov.in-এ যেতে হবে।

YouTube-এ ISRO Official-এ দেখতে পাবেন।

আর Facebook-এ ISRO – Indian Space Research Organisation-এ দেখতে পাবেন।

অথবা DD National টিভি চ্যানেলেও লাইভ দেখানো হবে।

বিক্রম ল্যান্ডারের নতুন ভিডিয়ো প্রকাশ করেছে ISRO। চন্দ্রযান-3 মিশনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ইতিমধ্যে, ভারতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউট একটি নতুন ভিডিয়ো পোস্ট করে মিশন সম্পর্কে কৌতূহল বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে, মিশনটি এখনও পর্যন্ত নির্ধারিত সময়সূচীতেই রয়েছে এবং সিস্টেমও নিয়মিত চেক করা হচ্ছে।