Eyes After Death: মৃত্যুর পরও খোলা থাকে চোখ, কাজও করে; আসল কারণ জানলে চমকে উঠবেন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 07, 2023 | 9:18 AM

Science News Today: বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমন্ত অবস্থায়ও মানুষ মারা যাওয়ার আগে জেগে ওঠে এবং তারপর তার চোখ খুলে যায়। এমতাবস্থায় মৃত্যুর পরও তার চোখ খোলা থাকবে সেটাই স্বাভাবিক।

Eyes After Death: মৃত্যুর পরও খোলা থাকে চোখ, কাজও করে; আসল কারণ জানলে চমকে উঠবেন

Follow Us

Latest Science News: ইহলোক থেকে পরলোকে যাওয়ার পর শরীরের কী হয়? মানুষ মরে যাওয়ার পর শরীরে কী ধরনের কার্যকলাপ চলে, তা নিয়ে এমনিতেই মানুষের আগ্রহের শেষ নেই। তবে জানতে চেয়েও সঠিক উত্তর জেনে ওঠা যায়নি এখনও বহু প্রশ্নের। কখনও খেয়াল করলে দেখে থাকবেন, কোনও কোনও ব্যক্তির মৃত্যুর সময় চোখ খোলা থাকে। কিন্তু এর কারণ কী, কখনও ভেবে দেখেছেন? কখনও খুঁজে দেখার চেষ্টা করেছেন? কেন এমন হয়? তাহলে কি মৃত্যুর পরেও কিছুক্ষণের জন্য হলেও মানুষ দেখতে পায়? মানুষ মারা গেলে ঠিক সেই সময়ই কেন চোখ খোলা থাকে সেটাই এখন জানার পালা। বিজ্ঞানীদের মতে, মৃত্যুর কয়েক ঘণ্টা পরেও চোখ কাজ করতে থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে যে, মানুষ মারা গেলেই হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। শরীরের সমস্ত ক্রিয়াকলাপ থেমে যায়। কিন্তু তার পরেও চোখ কাজ করতে থাকে। এ কারণে মৃত্যুর পরপরই শরীরে অনেক পরিবর্তন দেখা যায়। মৃত্যুর পর মানুষের শরীর শক্ত হয়ে যায়। বিজ্ঞানীরা আর কী জানাচ্ছেন এই বিষয়ে? চলুন জেনে নেওয়া যাক।

কেন এমন হয়?

মানুষের চোখের পাতা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ুতন্ত্র মস্তিষ্কে সংকেত পাঠায়, ফলে চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু যখন মানুষ বেঁচে থাকে তখন এই সমস্ত প্রক্রিয়া সাধারণত বেশ ভালভাবেই কাজ করে। এই কারণে, যখন হঠাৎ রোদের দিকে তাকানো হয় তখন চোখ বুজে যায়। আবার যখন ঘুম পায়, তখনও চোখ তা অনুভব করতে পারে। কিন্তু মৃত্যু হলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে চোখের উপর থেকে স্নায়ুর নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। ফলে চোখের পাতা খোলা অবস্থাতেই থাকে।

বেশিরভাগ ক্ষেত্রেই ঘুমন্ত অবস্থায়ও মানুষ মারা যাওয়ার আগে জেগে ওঠে এবং তারপর তার চোখ খুলে যায়। এমতাবস্থায় মৃত্যুর পরও তার চোখ খোলা থাকবে সেটাই স্বাভাবিক। আরও একটি কারণ হল চোখের সঙ্গে সংযুক্ত পেশী চোখ খোলা ও বন্ধ করার কাজ করে। মৃত্যুর ক্ষেত্রে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলেও, চোখের সেই সব পেশি কাজ করতে থাকে।

ঠিক কতক্ষণের জন্য চোখ কাজ করে?

বিজ্ঞানীদের মতে, মৃত্যুর পর চোখ 5 ঘণ্টা কাজ করে। আপনি যদি চক্ষুদান করতে চান, তবে এই সময়ের মধ্যেই এটি করা উচিত। নাহলে ধীরে-ধীরে কর্নিয়ার কার্যক্ষমতা কমতে শুরু করে এবং তারপর এটি কাজ করা বন্ধ করে দেয়।

Next Article