World Environment Day History: পরিবেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার কথা শুধুমাত্র খাতায়, কলমেই সীমাবদ্ধ থাকে। আর বিশেষ বিশেষ দিন উদযাপনের জন্য স্লোগান তৈরি হয়। কিন্তু আদতে কি আদৌ কোনও ফল পাওয়া যায়? কথায় আছে, আইন থাকলে, তার ফাঁকও থাকবে। আর মানুষ তো সেই ফাঁক খুঁজতে এক কথায় পারদর্শী। মানুষ যত উন্নয়নের পথে এগোচ্ছে, ততই নিজের জন্য বিপদ ডেকে আনছে। বছরভর গাছ লাগানোর ভাবনার বাস্তবায়ন নেই। একের পর এক গাছ কেটে সেখানে উঠছে বিরাট বিরাট ফ্ল্যাট। মানুষ এবং পরিবেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতি ছাড়া জীবন সম্ভব নয়। কিন্তু মানুষ এই প্রকৃতির ক্ষতি করে চলেছে প্রতিনিয়ত। অজান্তে নয়, জেনে বুঝেই ঘটছে সব কিছু। আর প্রাকৃতিক দুর্যোগ এলে, তারও সম্মুখীন হতে হবে মানুষকেই। আর মানবজাতির এই গাফিলতির ফল ভুগতে হবে অন্যান্য প্রাণীকূলকেও। একটি সুস্থ জীবনের জন্য প্রকৃতির সুরক্ষা এবং পরিবেশ রক্ষা করা আবশ্যিক। এই লক্ষ্যে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সব দেশেই। এই নির্ধারিত দিনে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু তাতেও কি সচেতন হয় মানুষ? কেনই বা শুরু হয়েছিল এই দিনটির উদযাপন? চলুন জেনে নেওয়া যাক।
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর জুন মাসে পালিত হয়। ভারতসহ সারা বিশ্বে 5 জুন পরিবেশ দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে সব দেশ বিভিন্নভাবে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
পরিবেশ দিবসের শুরু কীভাবে হয়েছিল?
যে কোনও কিছুর পিছনেই কারণ থাকে। কথায় আছে, কারণ ছাড়া নাকি কিছুই হয় না। ঠিক তেমনই এই দিনটি উদযাপন করার পিছনে একটি নির্ধারিত কারণ ছিল। এক কথায় বললে দিনটির ইতিহাস জেনে নেওয়া যাক। 1972 সালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শুরু হয়। রাষ্ট্রপুঞ্জ 1972 সালের 5 জুন প্রথম পরিবেশ দিবস উদযাপন করে, তারপর থেকে এখনও পর্যন্ত প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।
কোন দেশে প্রথম পরিবেশ দিবস পালিত হয়?
রাষ্ট্রপুঞ্জ বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নিলেও পরিবেশ দিবস প্রথম পালিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। প্রথম পরিবেশ সম্মেলন 1972 সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে 119টি দেশ অংশগ্রহণ করেছিল। এবার আপনার মনে যে প্রশ্নটি আসছে, তা হল কোন উদ্দেশ্যে পালিত হয় এই দিনটি?
পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য:
বিশ্বে প্রতিনিয়ত দূষণ বাড়ছে। এই ক্রমবর্ধমান দূষণের কারণে প্রকৃতির অবস্থা দিনের পর দিন শোচনীয় হয়ে উঠছে। আর সেই প্রকৃতিকে বাঁচানোর লক্ষ্যে পরিবেশ দিবস উদযাপন শুরু হয়, যাতে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। প্রকৃতিকে দূষণের হাত থেকে বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
পরিবেশ দিবসের থিম:
প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে একটি বিশেষ থিম থাকে। সেই থিমের মাধ্যমে বিভিন্ন প্রতিরোধের দিক উঠে আসে। 2023-এ বিশ্ব পরিবেশ দিবসের থিম রাখা হয়েছে “প্লাস্টিক দূষণের সমাধান”। এই থিম প্লাস্টিক দূষণ কমানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।