World Ocean Day 2023: ধ্বংস হচ্ছে সমুদ্রের অতল গহ্বর, মানুষ সোশ্যাল পোস্টেই সীমাবদ্ধ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 08, 2023 | 4:30 PM

Ocean Day 2023: আজ অর্থাৎ 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। এই দিন পরিবেশকে সুস্থ রাখার, সাগর-মহাসাগরগুলিকে পরিষ্কার রাখার জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু আদৌ কি হয়? নাকি সব আয়োজন একদিনেই সীমাবদ্ধ!

World Ocean Day 2023: ধ্বংস হচ্ছে সমুদ্রের অতল গহ্বর, মানুষ সোশ্যাল পোস্টেই সীমাবদ্ধ

Follow Us

World Ocean Day 2023 Theme: পরিবেশকে কি আর একদিনে সুস্থ করে তোলা সম্ভব? যে পৃথিবীর উপর যুগের পর যুগ অত্যাচার হয়ে আসছে, তাকে আর একটি বিশেষ দিনে যত্ন করে কী হবে? যে ব্যক্তিটি বাজারে যাওয়ার সময় ব্যাগ না নিয়ে গিয়ে, প্লাস্টিক চেয়ে আনেন, তাকে আর কীভাবে পরিবেশ নিয়ে ভাবানো সম্ভব? প্লাস্টিক বর্জ্যে সাগর কতটা দূষিত হয়ে চলেছে জানেন? প্রতি বছর কত প্লাস্টিক বর্জ্য সাগরে ফেলা হয়? প্লাস্টিকের বোতল, পলিথিন, অপচনশীল আবর্জনা দিনের পর দিন সাগরে গিয়ে জমা হচ্ছে। আর তার প্রভাব কার উপর পড়ছে? সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের উপর পড়ছে। সোজা কথায় সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ অর্থাৎ 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। এই দিন পরিবেশকে সুস্থ রাখার, সাগর-মহাসাগরগুলিকে পরিষ্কার রাখার জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু আদৌ কি হয়? নাকি সব আয়োজন একদিনেই সীমাবদ্ধ! আপনি সমুদ্র থেকে যত দূরেই থাকুন না কেন, সমুদ্রের উপর নির্ভর করেই আছেন। বেশিরভাগ মানুষই খাদ্যের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল। বিশ্বের এক বিলিয়নেরও বেশি মানুষের কাছে প্রোটিনের একটি প্রধান উৎস সমুদ্র। কিন্তু তারপরেও কেন তার খেয়াল রাখা হয় না? এর পরিণাম কী?

বর্তমানে পৃথিবীর মহাসাগরগুলির কী হাল?

গত 70 বছরে প্লাস্টিকের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। প্লাস্টিক ওশান অর্গানাইজেশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর বিশ্বে 300 মিলিয়ন বা 300 মিলিয়ন টনের বেশি প্লাস্টিক তৈরি হচ্ছে। এই প্লাস্টিকের অর্ধেক ব্যবহার করা হয় অপচনশীল আইটেমগুলির জন্য অর্থাৎ একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। ফলে প্রতি বছর 80 লাখ থেকে 10 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সাগরে যায়। কিন্তু তাতেও কোন রোধ করা যাচ্ছে না প্লাস্টিক ব্যবহার? চেষ্টা ছাড়লে হবে না।

প্রতি বছর 8 জুন, বিশ্ব মহাসাগর দিবস (World Oceans Day 2023) পালিত হয়। রাখা হয় বিশেষ থিমও। এবছর “Planet Ocean: tides are changing” থিম রাখা হয়েছে। মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের 70 শতাংশ জুড়ে। মহাসাগর পৃথিবীর অক্সিজেনের অর্ধেক উৎপন্ন করে। এটি পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্যের আবাসস্থল। আর যাকে ছাড়া মানুষ নিরুপায়, দেখতে না পেলেও তার অনেক কিছু হারিয়ে যাচ্ছে। সমুদ্রের 90 শতাংশ মাছ ইতিমধ্য়েই শেষের দিকে। আর 50 শতাংশ প্রবাল প্রাচীরও শেষ হতে চলেছে। মানুষ সমুদ্র থেকে বেশি নিচ্ছে। বিনিময়ে কিছুই ফেরত দিচ্ছে না। এভাবে আর কতদিন?

 

কেন পালিত হয় এই দিনটি?

1992 সালের 8 জুন, প্রথম উদযাপিত হয় ‘বিশ্ব মহাসাগর দিবস’। ঠিক সেই বছর ব্রাজিলের রিও ডি জেনেরো-তে সংঘটিত হয় জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক (UNCED) সম্মেলনে আন্তর্জাতিক মহাসাগর দিবস। তারপর 2008 সালে রাষ্ট্রসংহ এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। সেই দিন থেকে এখনও পর্যন্ত পালিত হয়ে আসছে। প্রতিবছরই নির্দিষ্ট একটি থিমের উপর ভিত্তি করে এই মহাসাগর দিবস উদযাপিত হয়। এই দিনটি উদযাপন করার একমাত্র কারণ হল মানুষকে মনে করিয়ে দেওয়া, যেভাবেই হোক, রক্ষা করতেই হবে সমুদ্রকে।

Next Article