ভারতে লঞ্চ হচ্ছে সোনি প্লে-স্টেশন ফাইভ, ১২ জানুয়ারি থেকে শুরু প্রি-বুকিং

আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে প্রি-বুকিং।

ভারতে লঞ্চ হচ্ছে সোনি প্লে-স্টেশন ফাইভ, ১২ জানুয়ারি থেকে শুরু প্রি-বুকিং
অ্যামাজন, ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, গেমস দ্য শপ, সোনি সেন্টার, বিজয় সেলস এবং অন্যান্য অনেক অথরাইজড ডিলারের কাছে পাওয়া যাবে সোনি প্লে-স্টেশন ফাইভ।
Follow Us:
| Updated on: Jan 02, 2021 | 9:11 AM

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে সোনি প্লে-স্টেশন ফাইভ। ১২ জানুয়ারি থেকে শুরু হবে প্রি-বুকিং। গেমাররা সেদিন দুপুর ১২টা থেকে এই প্লে-স্টেশনের জন্য প্রি-বুক করতে পারবেন। আর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হবে বিক্রি। অর্থাৎ ক্রেতাদের কাছে পৌঁছে যাবে প্লে-স্টেশন। অ্যামাজন, ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, গেমস দ্য শপ, সোনি সেন্টার, বিজয় সেলস এবং অন্যান্য অনেক অথরাইজড ডিলারের কাছে পাওয়া যাবে সোনি প্লে-স্টেশন ফাইভ।

ভারতে এই প্লে-স্টেশনের দাম হবে ৪৯,৯৯০ টাকা । স্ট্যান্ডার্ড এডিশনের ক্ষেত্রে ডিস্ক ড্রাইভ সমেত সোনি প্লে-স্টেশন ফাইভ এই দামে পাওয়া যাবে ভারতের বাজারে। এছাড়া ডিজিটাল এডিশনের দাম ৩৯,৯৯০ টাকা। পারফরম্যান্স এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে সোনি প্লে-স্টেশন ফাইভের রেগুলার এবং ডিজিটাল এডিশন দুইই সমান। শুধু ফারাক রয়েছে ডিস্ক ড্রাইভের।

গত বছর অর্থাৎ ২০২০ সালের ১২ এবং ১৯ নভেম্বর বেশ কিছু জায়গায় সোনি প্লে-স্টেশন ফাইভ নিউ জেনারেশন কনসোল লঞ্চ হয়েছিল।

কী কী থাকছে এই প্লে-স্টেশনে?

১। রেগুলার এবং ডিজিটাল দুটো প্লে-স্টেশনের ক্ষেত্রেই রয়েছে 3.5GHz AMD Zen 2-অক্টাকোর CPU।

২। দু’ধরণের প্লে-স্টেশনের থাকছে ১৬ জিবি GDDR6 র‍্যাম এবং ৮২৫ জিবি NVMe SSD স্টোরেজ।

৩। এছাড়াও থাকবে চার্জিং ডেক, ডিয়াল সেন্স কন্ট্রোলার্স, রিমোট কন্ট্রোল, এইচডি ক্যামেরা, সোনির PULSE 3D হেডফোন।

৪। সোনি প্লে-স্টেশন ফাইভ ৪কে রেসোলিউশনে ১২০এফপিএস গেমিং সাপোর্ট করে। এবং ৮কে রেসোলিউশনে ৬০ এফপিএস গেমপ্লে সাপোর্ট করে।

৫। এই প্লে-স্টেশনের গ্রাফিক ডিউটি 10.28 teraFLOPS custom RDNA 2 GPU (clocked at 2.2GHz)।