AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রয়েছে টার্বো ইঞ্জিন! দুনিয়া কাঁপাতে আসছে পাঁচ দরজার সুজু়কি জ়িমনি

২০২২ সালের জুলাই মাস নাগাদ গাড়িটি বাজারে আত্মপ্রকাশ করবে। সাতজনের আসন থাকবে গাড়িতে। মোটমুটি পাঁচটি রঙে মিলবে গাড়িটি— সাদা, লাল, কালো, সিলভার, মিলিটারি গ্রিন।

রয়েছে টার্বো ইঞ্জিন! দুনিয়া কাঁপাতে আসছে পাঁচ দরজার সুজু়কি জ়িমনি
২০২২ সালের জুলাই মাস নাগাদ গাড়িটি বাজারে আত্মপ্রকাশ করবে
| Updated on: May 17, 2021 | 10:14 PM
Share

পাহাড়-জঙ্গলের অফরোডে জার্নি? এসইউভি ছাড়া চলে নাকি? গাড়িপ্রেমীদের এমন চাহিদার কথা মাথায় রেখে গাড়ি প্রস্তুতকারক সংস্থা সুজু়কি এবার বাজারে আনতে চলেছে পাঁচ চরজা, টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনযুক্ত এসইউভি ‘জ়িমনি’! দেখা যাক কী কী রয়েছে এই দুর্দান্ত এসইউভি’তে—

• জ়িমনিতে থাকবে এক্সটেন্ডেড হুইলবেস যা ৩ দরজা বিশিষ্ট জ়িমনির থেকে ৩০০ মিলিমিটার বেশি লম্বা। অর্থাৎ গাড়িতে আরাম করে বসার মতো জায়গা পাওয়া যাবে অনেকখানি। সাধারণত বিলাসবহুল গাড়িতেই এই সুবিধা থাকে। এমনকী ইঞ্জিনের সঙ্গে থাকবে হাইব্রিড ইলেকট্রিকাল সিস্টেমের সুবিধাও।

• সাতজনের আসন থাকবে গাড়িতে।

• ২০২২ সালের জুলাই মাস নাগাদ গাড়িটি বাজারে আত্মপ্রকাশ করবে।

• বিভিন্ন জায়গা থেকেই গাড়িটি প্রশংসা পেয়েছে। নানা দেশে গাড়িটি নিয়ে গ্রাহকের মধ্যে আগ্রহ রয়েছে তুঙ্গে। সুজ়ুকির অন্যতম গাড়ি বিক্রির বাজার হল ভারত। তবে ভারতে তৈরি জ়িমনি এখন পাঠানো হচ্ছে দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায়।

আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুদের ঠেকানোর কোনও প্রযুক্তি নেই পৃথিবীতে!

• ফাইভ ডোর ভার্সন জ়িমনির থাকবে ১.৫ লিটার অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন যা ১০৩ হর্স পাওয়ার ১৩৮ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম (শর্তসাপেক্ষে)। থাকবে চারটি সিলিন্ডার।

• গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ এমএম। ফলে উঁচুনিচু রাস্তাতেও অনায়াসে গাড়িটি চালানো যাবে।

• ৪০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকবে জিমনিতে।

• বুট স্পেস মিলবে ৮৫ লিটার।

• ম্যানুয়ালে ১৬.৩৫ কিলোমিটারের পর্যন্ত পাওয়া যাবে মাইলেজ।

আরও পড়ুন: ‘সেকেন্ড হ্যান্ড’ গাড়ি কেনা কেন লাভজনক? রইল কয়েকটি টিপস

• এছাড়া সুরক্ষার জন্য থাকছে ছ’টি এয়ার ব্যাগ। ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, লেন ডেপার্চার ওয়ার্নিং, গাড়ির সামনে ও পিছনে পার্কিং সেন্সর, রিভার্স পার্কিং ক্যামেরা, ডুয়াল সেন্সর ব্রেক সাপোর্ট, অটোনোমাস এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম।

• মোটমুটি পাঁচটি রঙে মিলবে গাড়িটি— সাদা, লাল, কালো, সিলভার, মিলিটারি গ্রিন।