AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tecno Pop 8: মাত্র 5,999 টাকায় দুর্দান্ত TECNO মোবাইল, 90Hz ডিসপ্লে ও 12MP ক্যামেরা

Tecno Pop 8 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 6,499 টাকায়। অ্যামাজনে ফোনটি বিক্রয় করা হবে 9 জানুয়ারি থেকে। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে থাকছে আকর্ষণীয় অফারও। সেই সীমিত সময়ের অফারে ফোনটি মাত্র 5,999 টাকায় কিনতে পারবেন কাস্টমাররা। গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট এই দুটি রঙে পাওয়া যাবে নতুন Tecno Pop 8।

Tecno Pop 8: মাত্র 5,999 টাকায় দুর্দান্ত TECNO মোবাইল, 90Hz ডিসপ্লে ও 12MP ক্যামেরা
কম দামের দুর্দান্ত টেকনো মোবাইল।
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 3:41 PM
Share

Tecno ভারতে একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করল। সেই নতুন ফোনের নাম Tecno Pop 8। এন্ট্রি-লেভেলের এই নতুন টেকনো ফোনে রয়েছে 90Hz ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য অত্যন্ত শক্তিশালী অক্টা-কোর চিপসেট। সস্তার ফোনটিতে রয়েছে চমৎকার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 12MP। এছাড়া বায়োমেট্রিক সিকিওরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Tecno Pop 8: দাম ও অন্যান্য তথ্য

Tecno Pop 8 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র 6,499 টাকায়। অ্যামাজনে ফোনটি বিক্রয় করা হবে 9 জানুয়ারি থেকে। প্রাথমিক ভাবে এই ফোনের উপরে থাকছে আকর্ষণীয় অফারও। সেই সীমিত সময়ের অফারে ফোনটি মাত্র 5,999 টাকায় কিনতে পারবেন কাস্টমাররা। গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট এই দুটি রঙে পাওয়া যাবে নতুন Tecno Pop 8।

Tecno Pop 8: স্পেসিফিকেশন ও ফিচার

Tecno Pop 8 ফোনে রয়েছে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1612X720 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সের জন্য ফোনটিতে একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

64GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে ফোনটির, যা মাইক্রোএসডি কার্ডের দ্বারা 256GB পর্যন্ত বাড়িয়েও নেওয়া যেতে পারে। সফটওয়্যার হিসেবে এই Tecno Pop 8 ফোনে একটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম রয়েছে, যা কোম্পানির নিজস্ব কাস্টমার লেয়ার HiOS 13 সাপোর্ট করবে।

এন্ট্রি-লেভেলের এই ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করছে। প্রাইমারি সেন্সর হিসেবে এতে রয়েছে একটি 12MP রিয়ার ক্যামেরা এবং একটি সেকেন্ডারি AI লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ সহযোগে।

এছাড়া Tecno Pop 8 স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 10W চার্জিং সাপোর্ট করে।