AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার 2000 টাকার বেশি GPay, PhonePe করতে লাগবে 4 ঘণ্টা, কেন?

UPI 4 Hours Delay: সরকারের তরফে যদি নিয়ম কার্যকর করা হয়, তাহলে দুই ব্যক্তির মধ্যে প্রথমবার UPI লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কটা যদি 2,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে চার ঘণ্টা দেরি হতে পারে। অর্থাৎ UPI ট্রানজ়াকশনে তখনই 4 ঘণ্টা সময় লাগতে পারে, যখন দুই ব্যক্তি বা সংস্থা প্রথমবার লেনদেন করবে। যদিও এই পন্থা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তৈরি করতে পারে।

এবার 2000 টাকার বেশি GPay, PhonePe করতে লাগবে 4 ঘণ্টা, কেন?
UPI পেমেন্ট সিস্টেমে আসছে নতুন নিয়ম।
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 2:27 PM
Share

এতদিন পর্যন্ত GPay, PhonePe-র মতো UPI বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের অ্যাপগুলি যে ভাবে ব্যবহার করে আসছিলেন, তা কিছুটা পরিবর্তিত হতে চলেছে। UPI প্ল্যাটফর্ম অপব্যবহার করে দেশে প্রতারণার হার যে ভাবে বাড়ছে, তাতে লাগাম পরাতেই এই বন্দোবস্ত করা হচ্ছে। কেন্দ্র সরকারের তরফেই এহেন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক কী হতে চলেছে? সরকারের তরফে জানানো হয়েছে, অনলাইন লেনদেনের সময় প্রতারণার হার কমাতে দুই ব্যক্তির প্রথম ট্রানজ়াকশনের টাইম ফ্রেম কিছুটা বাড়ানো হচ্ছে। অর্থাৎ UPI লেনদেনের ক্ষেত্রে যে ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আপনি আগেও লেনদেন করেছিলেন, তার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। নিয়মটি সেই ক্ষেত্রেই খাটবে, যখন প্রথম বারের জন্য কোনও ব্যক্তি বা সংস্থাকে টাকা পাঠাবেন।

সরকারের তরফে যদি নিয়ম কার্যকর করা হয়, তাহলে দুই ব্যক্তির মধ্যে প্রথমবার UPI লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কটা যদি 2,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে চার ঘণ্টা দেরি হতে পারে। অর্থাৎ UPI ট্রানজ়াকশনে তখনই 4 ঘণ্টা সময় লাগতে পারে, যখন দুই ব্যক্তি বা সংস্থা প্রথমবার লেনদেন করবে। যদিও এই পন্থা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তৈরি করতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই টাইম ফ্রেমের নিয়ম কার্যকর করার আগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলির সমাধান করা প্রয়োজন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিবিধ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ক্ষেত্রেই এই পরিকল্পনা নেওয়া হতে পারে। সেই তালিকায় রয়েছে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), রিয়্যাল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এবং ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, এই পদক্ষেপ কেবলই দুই ব্যক্তির মধ্যে প্রথম লেনদেনের সময়সীমা ধীর করা নয়। তার থেকেও বেশি প্রত্যেক দুই ব্যবহারকারী প্রথম কোনও ট্রানজ়াকশনে কঠোর ভাবে নজর রাখা।

প্রসঙ্গত, আপনি যখন প্রথম কোনও UPI অ্যাকাউন্ট খুলছেন, তখন প্রথম 24 ঘণ্টার মধ্যে সর্বাধিক 5,000 টাকা পাঠাতে পারেন। ঠিক একই রকম ভাবে ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা NEFT-এর ক্ষেত্রে আপনি একজন সুবিধাভোগীকে যোগ করানোর অব্যবহিত পরেই প্রথম 24 ঘণ্টার মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠাতে পারেন।