Cyber Crime: ভুল QR কোড স্ক্যান করেই হারাতে হচ্ছে সর্বস্ব! সমাধান রয়েছে সঠিক অ্যাপেই?

Jan 10, 2025 | 5:34 PM

Cyber Crime: একবার হ্যাকারদের কোনও অ্যাপ ভুল ডাউনলোড করলেই আপনার সব তথ্য চলে যায় অপরাধীদের হাতে। কী ভাবে বুঝবেন কোনও অ্যাপ কতটা নিরাপদ?

Cyber Crime: ভুল QR কোড স্ক্যান করেই হারাতে হচ্ছে সর্বস্ব! সমাধান রয়েছে সঠিক অ্যাপেই?
Image Credit source: Meta AI

Follow Us

দিনে দিনে বেড়েই চলেছে সাইবার ক্রাইমের ঘটনা। প্রতিদিন নিত্য নতুন পন্থায় সাইবার অপরাধীরা ঘটাচ্ছে জালিয়াতির ঘটনা। সেই সব পদ্ধতির মধ্যেই একটি হল QR কোড স্ক্যাম। ভুল করেও উল্টো পালটা QR কোড স্ক্যান করলেই সর্বনাশ। আপনার টাকা পয়সা থেকে ব্যাক্তিগত তথ্য, সবই চলে যাচ্ছে হ্যাকারদের হাতে। ভুল QR কোড স্ক্যান করলেই তার মাধ্যমে ভাইরাস ঢুকে যায় আপনার মোবাইলে। তার মাধ্যেমেই আপনার সব তথ্য চুরি করে নেয় হ্যাকাররা।

উলটো ঘটনাটাও ঘটে। QR কোড স্ক্যান করে তথ্য পাওয়ার জন্য আমরা নানা ধরনের অ্যাপ ব্যবহার করি। সেই সব অ্যাপ অনেক সময় অনেক ভুল ওয়েব সাইট বা সোর্স থেকেও ডাইনলোড করি আমরা। আর এখানেই ঘটে বিপত্তি। একবার হ্যাকারদের কোনও অ্যাপ ভুল ডাউনলোড করলেই আপনার সব তথ্য চলে যায় অপরাধীদের হাতে।

কী ভাবে বুঝবেন কোনও অ্যাপ কতটা নিরাপদ?

বিশেষজ্ঞরা বলছেন চট করে কোনও অ্যাপকে ওই ভাবে সনাক্ত করা সম্ভব নয়। সাধারণ মানুষের পক্ষে তা বোঝা আরও অসম্ভব কাজ।

তাহলে কী করবেন?

সুরক্ষা বজায় রাখতে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ সব সময় এই ধরনের অ্যাপ গুগল প্লে স্টোর বা কোনও অথিন্টিকেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উচিত। কোনও এপিকে ফাইল বা ওই ধরনের সোর্য থেকে অ্যাপ ডাউনলোড করলে বাড়ে বিপত্তি।

এই প্রতিবেদনে তাই রইল বিনামূল্যে কিছু ভাল QR কোড স্ক্যান করার অ্যাপের হদিস।

QR Scanner: Barcode Scanner। Simple Design Ltd. সংস্থার তৈরি করা এই অ্যাপ প্লে স্টোরে রেটিং রয়েছে ৪.৪

QR & Barcode Reader QR কোড স্ক্যান করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। QR SCAN Team প্রস্তুত করা অ্যাপটির প্লে স্টোরে রেটিং রয়েছে ৪.৩।

Password Scanner WiFi QrCode অ্যাপটি তৈরি করেছে Udagra Studios। প্লে স্টোরে এই অ্যাপটি ৩.৭ স্টার পেয়েছে।

Barcode Scanner এই অ্যাপটি বানিয়েছে OdenApps অ্যাপ প্রস্তুতকারী সংস্থা। প্লে স্টোরে রেটিং রয়েছে ৩.৯।

PDF Scanner APP-Scan to PDF এই অ্যাপও তৈরি করেছে Simple Design Ltd.। প্লে স্টোর এই অ্যাপের রেটিং সবচেয়ে বেশি ৪.৮।

Next Article