AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vi রিচার্জে টানা 2 বছর প্রত্যেক মাসে 100 টাকা করে ছাড়, করতে হবে ছোট্ট এই কাজ

Vi Smartphone Program: প্রতি মাসে রিচার্জে 100 টাকা ছাড় পেয়ে যাবেন। পরপর টানা 24 মাস এই অফার উপভোগ করতে পারবেন Vi কাস্টমাররা। সেই দিক থেকে দেখতে গেলে প্রত্যেক মাসে আপনি যদি 100 টাকা করে ছাড় পান, তাতে করে আপনি 24 মাস পর্যন্ত সর্বাধিক 2,400 টাকার ছাড় পেয়ে যাবেন।

Vi রিচার্জে টানা 2 বছর প্রত্যেক মাসে 100 টাকা করে ছাড়, করতে হবে ছোট্ট এই কাজ
Vi রিচার্জে বিরাট ছাড়।
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 5:50 PM
Share

Vodafone Idea তার ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। টেলিকম সংস্থাটি একটি নতুন স্মার্টফোন প্রোগ্রাম চালু করেছে। সেই প্রোগ্রামে আপনি প্রতি মাসে রিচার্জে 100 টাকা ছাড় পেয়ে যাবেন। পরপর টানা 24 মাস এই অফার উপভোগ করতে পারবেন Vi কাস্টমাররা। সেই দিক থেকে দেখতে গেলে প্রত্যেক মাসে আপনি যদি 100 টাকা করে ছাড় পান, তাতে করে আপনি 24 মাস পর্যন্ত সর্বাধিক 2,400 টাকার ছাড় পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, কী এই Vi স্মার্টফোন প্রোগ্রাম? কীভাবেই এই প্রোগ্রামের মাধ্যমে ছাড় পাবেন কাস্টমাররা?

Vi স্মার্টফোন প্রোগ্রাম কী?

Vodafone Idea-র এই প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে সংস্থার সমস্ত কাস্টমারের জন্যই। তবে প্ল্যানটি তাঁদের জন্য দারুণ উপকারী হতে চলেছে, যাঁরা 3G থেকে 4G বা 5G নেটওয়ার্কে নিজেদের আপগ্রেড বা সুইচ করতে চাইছেন। তাছাড়া অন্য কোনও টেলিকম সংস্থা থেকে ভোডাফোন আইডিয়ার সদস্য হতে চাইলে, তাঁদের জন্যও কার্যকর হবে অফারটি। তবে এই স্মার্টফোন প্রোগ্রামের সুবিধা তাঁরা উপভোগ করতে পারবেন না, যাঁরা বিগত 6 মাসে Vi SIM ব্যবহার করেননি। অর্থাৎ যাঁদের ফোনে একটা ভোডাফোন আইডিয়া সিম রয়েছে, অথচ গত ছয় মাস ধরে তাঁরা সেই নম্বরে রিচার্জ করেননি, তাঁরা কোম্পানির এই স্মার্টফোন প্রোগ্রামে অংশ নিতে পারবেন না।

ওয়েলকাম অফারটি কবে নাগাদ অ্যাক্টিভ হবে?

যাঁরা নতুন Vi সিম কার্ড নিয়েছেন, তাঁরা নতুন সিমটি তাঁদের ফোনে ঢোকানোর 24 ঘণ্টার মধ্যেই একটি SMS পাবেন। সেই মেসেজেই বলা হবে, ব্যবহারকারী 2400 টাকার রিচার্জে ডিসকাউন্ট পেয়ে গিয়েছেন। অন্য দিকে যাঁরা Vi কাস্টমার, তাঁদের কাছেও এই SMS পাঠানো হবে। সেখানেই বলা হবে, 2400 টাকার রিচার্জের ফ্রি অফারটি সম্পর্কে।

কীভাবে এই অফারের সুবিধা নেবেন?

এই অফার পেতে আপনাতে Vodafone Idea-র অন্তত 299 বা তার বেশি কোনও প্ল্যান রিচার্জ করতে হবে। অফারটি আজ থেকে আগামী 30 দিন পর্যন্ত চালু থাকবে। তার মধ্যেই আপনাকে এই স্মার্টফোন প্রোগ্রামের অফারটি দেওয়া হবে। এবার আপনাকে ফোনের Vi অ্যাপে চলে যেতে হবে। সেখানে আপনি একটি ‘My Coupon’ অপশন দেখতে পাবেন। ওয়েলকাম অফারে প্রতি মাসে আপনি 100 টাকার একটি করে রিচার্জ কুপন পেয়ে যাবেন, সেটি আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এভাবেই আপনি পরপর 24 মাসে 24টি রিচার্জ কুপন পেয়ে যাবেন।