এতদিন নানা ভাবে বিবৃতি দিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে ইউজারদের সুরক্ষার প্রতি তাঁরা দায়বদ্ধ। এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও বার্তা দিল whastapp.com/privacy। রবিবার সকাল থেকেই ইউজারদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখা গিয়েছে হয়াটসঅ্যাপের তরফে স্ট্যাটাস দেওয়া হয়েছে। মোট চারটি ছবিতে গত কয়েকদিন ধরে চলতে থাকা সব সমালোচনার জবাব দিয়েছে এই মেসেজিং অ্যাপ সংস্থা।
প্রথম স্লাইডে বলা হয়েছে, “আমরা আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখার ব্যাপারে দায়বদ্ধ”।
দ্বিতীয় স্লাইডে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপ আপনার ব্যক্তিগত কথোপকথন দেখতে, পড়তে বা শুনতে পারে না। কারণ সেইসব তথ্য এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে।”
তৃতীয় স্লাইডে বলা হয়েছে, “আপনার শেয়ার করা লোকেশন হোয়াটসঅ্যাপ দেখতে পায় না।”
চতুর্থ স্লাইডে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপ আপনার নম্বর ফেসবুকের সঙ্গে শেয়ার করে না।”
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেট হচ্ছে। বদল আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনে। এইসব পরিবর্তনের জেরে নাকি ইউজারদের ব্যক্তিগত তথ্য আর গোপন থাকবে না। গত কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে জোর তরজা চলছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অবশ্য আগেই টুইট করে জানিয়েছিলেন যে তাঁদের প্রাইভেসি পলিসি আপডেট হওয়ার কারণে ইউজাররা কোনও সমস্যায় পড়বেন না। তবে বিতর্ক থামেনি।
একপ্রকার বাধ্য হয়েই নতুন আপডেট অ্যাকসেপ্ট করার মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছে সংস্থা। আগে বলা হয়েছিল ৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন না মানলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট হতে পারে। সেই মেয়াদ বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি সংস্থার তরফে এও বলা হয়েছে যে কোনও ইউজারের অ্যাকাউন্ট ডিলিট হবে না। এছাড়াও ইউজারদের ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নম্বর, লোকেশন, পার্সোনাল বা গ্রুপ চ্যাট, ভয়েস কল সবই এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে, গোপনীয় থাকবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁস হবে না কিছুই।