WhatsApp-এর দীর্ঘ প্রতীক্ষিত ফিচার এল, চারটে ফোনে একটাই নম্বর, কীভাবে সম্ভব জেনে নিন
Same WhatsApp Number On Multiple Devices: একটাই হোয়াটসঅ্যাপ নম্বর আপনি এবার একাধিক ফোনে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে নম্বরটা থেকে আপনি হোয়াটসঅ্যাপ করেন, সেই একই নম্বর ব্যবহার করে আপনি এখন আরও একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারবেন।

WhatsApp On Multiple Devices: একটা WhatsApp অ্যাকাউন্ট আপনি এবার চারটে ডিভাইসে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার যে ফোন নম্বরটা হোয়াটসঅ্যাপে কানেক্ট করা রয়েছে, ওই নম্বরই এবার আপনি মোট চারটে ডিভাইসে কাজে লাগাতে পারবেন। Meta সম্প্রতি একটি নতুন আপডেট রিলিজ় করেছে। তারপর থেকেই ব্যবহারকারীরা চারটে স্মার্টফোনে WhatsApp ব্যবহার করতে পারছেন। এই মাল্টি-ডিভাইস ফিচার নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে মেটার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এবার এই ফিচার বিশ্বের সব WhatsApp ইউইজারের জন্য চালু হয়ে গেল। সংস্থার সিইও মার্ক জ়াকারবার্গ খোদ এই ফিচার সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন। 25 এপ্রিল, মঙ্গলবার রাত থেকে টুইটারে WhatsApp-এর এই মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচারটি নিয়ে ব্যবহারকারীরা মিমও শেয়ার করতে থাকেন।
কী ভাবে কাজ করবে এই ফিচার?
একটা WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে যে চারটি ডিভাইস সংযুক্ত করা যাবে, তার প্রতিটিই স্বতন্ত্র ভাবে কাজ করবে। প্রাইমারি ডিভাইস তথা যে ফোন বা ল্যাপটপ থেকে আপনি অন্যান্য ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নেবেন, তাতে নেটওয়ার্ক অ্যাক্সেস না থাকলেও তিনি মেসেজ পাবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে। তা হল, প্রাইমারি ডিভাইসটি যদি দীর্ঘ সময়ের জন্য নিষ্ক্রিয় থাকে, তাহলে স্বয়ংক্রিয় ভাবে প্রতিটা ডিভাইস থেকে এক এক করে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে। একটা WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে আপনি চাইলে চারটেই স্মার্টফোন বা পিসি ও মোবাইল মিলিয়ে চারটে ডিভাইস করতে পারেন।
একটা WhatsApp অ্যাকাউন্ট একাধিক ফোনের সঙ্গে লিঙ্ক করবেন কীভাবে?
মাল্টি-ডিভাইস সাপোর্ট বা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে কম্প্যানিয়ন অন্যান্য ফোন বা ডিভাইসগুলি লিঙ্ক করার একাধিক পদ্ধতি রয়েছে। তবে সবথেকে সহজ পদ্ধতিতে আপনাকে দ্বিতীয় মোবাইলটিতে ফোন নম্বর দিয়ে দিতে হবে। তারপর প্রাইমারি ডিভাইসে OTP গেলে সেটি দ্বিতীয় অর্থাৎ গৌণ ডিভাইসটি থেকে দিয়ে দিতে হবে। ঠিক একই ভাবে প্রাইমারি ডিভাইসে স্ক্যানিংয়ের মাধ্যমে অন্যান্য ডিভাইসগুলিতে WhatsApp অ্যাকাউন্ট চালাতে পারবেন।
Android এবং iOS দুই ধরনের ডিভাইস থেকেই WhatsApp-এর মাল্টি ডিভাইস ফিচার ব্যবহারের জন্য কম্প্যানিয়ন অন্যান্য পিসি বা ফোনগুলি লিঙ্ক করা যাবে। Meta-র তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে, সারা বিশ্বেই এই আপডেটটি রোল আউট করা হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা সমস্ত ইউজারের কাছে পৌঁছে যাবে।
কীভাবে এই ফিচারটি পাবেন?
এই মাল্টি ডিভাইস ফিচার ব্যবহার করতে আপনাকে Android এবং iOS ডিভাইস থেকে WhatsApp-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে হবে। মনে রাখবেন, চারটি ফোন ব্যবহার করলে তার প্রতিটাতেই এই ফিচার ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ আপ টু ডেটেড থাকতে হবে।
