বছরের শেষ দিন থেকে এই 7 Samsung ফোনে অকেজো হয়ে যাবে WhatsApp

WhatsApp Support Ending Samsung Smartphones: যে সব Samsung স্মার্টফোন অন্তত Android 5.0 (Lollipop) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত নয়, সেগুলিতে অকেজো হতে চলেছে WhatsApp। তালিকায় কোন কোন স্যামসাং স্মার্টফোন রয়েছে, দেখে নিন।

বছরের শেষ দিন থেকে এই 7 Samsung ফোনে অকেজো হয়ে যাবে WhatsApp
একাধিক স্যামসাং মোবাইলে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 2:15 PM

WhatsApp Latest News: চলতি বছরের এক্কেবারে শেষ দিন থেকেই একাধিক অ্যান্ড্রয়েড ও আইফোনে WhatsApp কাজ করবে না। ইতিমধ্যেই সেই 47টি ফোনের তালিকা আপনাদের জন্য নিয়ে এসেছে TV9 বাংলা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও বেশ কয়েকটি Samsung স্মার্টফোন। সেগুলির সবই একটু পুরনো দিনের স্যামসাং মডেল। জানা গিয়েছে, যে সব Samsung স্মার্টফোন অন্তত Android 5.0 (Lollipop) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত নয়, সেগুলিতে অকেজো হতে চলেছে WhatsApp।

SamMobile-এর এক715747টি রিপোর্ট থেকে জানা গিয়েছে, তালিকায় রয়েছে মোট সাতটি Samsung স্মার্টফোন। এই ফোনগুলি লঞ্চ হয়েছিল 2011, 2012 এবং 2013 সালে। যে Samsung ফোনগুলিতে আর WhatsApp কাজ করবে না, সেগুলি হল Galaxy Ace 2, Galaxy Core, Galaxy S2, Galaxy S3 Mini, Galaxy Trend II, Galaxy Trend Lite এবং Galaxy Xcover 2।

এখন প্রশ্ন হচ্ছে, এই ফোনগুলিতে কেন আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না? এই স্যামসাং ডিভাইসগুলি Android 4.x আপডেট দেওয়া হয়েছিল, যা তাদের সর্বশেষ এবং বড় কোনও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট ছিল। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, 31 ডিসেম্বর, 2022 থেকে এই ফোনগুলিতে আর WhatsApp সাপোর্ট করবে না। এই সাতটি ফোনের মধ্যে যদি আপনার কাছে একটিও থাকে, তাহলে তা দ্রুত পাল্টানোর সময় এসে গিয়েছে।

তবে শুধু Samsung-ই নয়। আরও একাধিক সংস্থার স্মার্টফোনে চলতি বছরের 31 ডিসেম্বরের পর থেকে WhatsApp সাপোর্ট করবে না। সেই তালিকায় রয়েছে Apple, HTC, Huawei, Lenovo, LG এবং Sony-সহ আরও একাধিক কোম্পানির হ্যান্ডসেট।

এদিকে WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যেখানে ডেস্কটপ থেকে আপত্তিজনক স্টেটাস আপডেট সম্পর্কে রিপোর্ট করা যাবে। হোয়াটসঅ্যাপের ফিচার্স ট্র্যাকার WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, নতুন ফিচারটি তার ব্যবহারকারীদের স্টেটাস সেকশনে একটি নতুন মেনু থেকে রিপোর্ট করতে দেবে।

ইউজাররা যদি হোয়াটসঅ্যাপে কোনও সন্দেহজনক স্টেটাস আপডেট দেখেন, যা হোয়াটসঅ্যাপের শর্তাবলী লঙ্ঘন করছে তাহলে তা রিপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। পরবর্তীতে তা হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছ থেকে যাচাই হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। বা, আদৌ ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই বিষয়টি ঠিক করা হবে হোয়াটসঅ্যাপের তরফে।