ডেলিভারি বাক্স খুলতেই বেরল কাটা দেহ! ছিটকে গেলেন বাড়ির লোকজন, মুণ্ডের খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ
Crime: লাইট, ফ্যান দেওয়ার জন্য মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। বৃহস্পতিবার রাতে এমনই একটি ডেলিভারি আসে। জানানো হয়, ভিতরে ইলেকট্রনিক পণ্য রয়েছে। বাড়ি ফিরে ওই মহিলা বাক্স খুলতেই আঁতকে ওঠেন। দেখেন, ভিতরে রাখা কাটা দেহ।
অমরাবতী: পার্সেলে আসার কথা ছিল টাইলস। ডেলিভারি যখন এসেছিল, তখন বাড়িতে না থাকায়, দরজার বাইরেই রেখে যেতে বলেছিলেন বাক্স। বাড়ি ফিরে সিল করা বাক্স খুলতেই ছিটকে গেলেন মহিলা। ভিতরে যা দেখলেন, তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ভেলিভারির বাক্স থেকে উদ্ধার হল কাটা দেহ! মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
কদিন আগেই খাস কলকাতার বুকে আবর্জনার ভ্যাট থেকে উদ্ধার হয়েছিল এক মহিলার কাটা মুণ্ড। শোরগোল ফেলে দিয়েছিল হাড়হিম করা সেই ঘটনা। এবার সেই ঘটনারই ছায়া অন্য রাজ্যে। অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এক মহিলার বাড়িতে পার্সেলে এক ব্যক্তির টুকরো টুকরো করা দেহাংশ আসে। সঙ্গে একটি নোটও দেওয়া ছিল। তাতে লেখা, যদি ১ কোটি ৩০ লক্ষ টাকা না দেন, তবে গোটা পরিবারের পরিণতি ভয়ঙ্কর হবে।
জানা গিয়েছে, নাগা তুলসী নামক ওই মহিলা ক্ষত্রিয় সেবা সমিতির কাছ থেকে বাড়ি তৈরির জন্য সাহায্য চেয়েছিলেন। সেখান থেকেই বাড়ির জন্য টাইলস পাঠানো হচ্ছিল। লাইট, ফ্যান দেওয়ার জন্য মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। বৃহস্পতিবার রাতে এমনই একটি ডেলিভারি আসে। জানানো হয়, ভিতরে ইলেকট্রনিক পণ্য রয়েছে।
বাড়ি ফিরে ওই মহিলা বাক্স খুলতেই আঁতকে ওঠেন। দেখেন, ভিতরে রাখা কাটা দেহ। পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাক্সটির সঙ্গে একটি হুমকি চিঠিও উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। ৪-৫ দিন আগে সম্ভবত তাঁকে খুন করা হয়েছিল। শুধু দেহাংশটুকুই পার্সেলে থাকায় মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।