WhatsApp Windows Features: ফোনের সঙ্গে সঙ্গে আজকাল প্রচুর মানুষ কাজের ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আপনিও যদি সেই তালিকায় পড়েন, তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন, এমন অনেক ফিচার যেগুলি ফোনে রয়েছে, অথচ ল্যাপটপ বা ডেস্কটপে নেই। অর্থাৎ কোম্পানি ফোনে সেই সব ফিচারগুলি দেয়, কিন্তু উইন্ডোজ ভার্সনে পাওয়া যায় না। আর এটি এক রকম বড় সমস্যা। এই সমস্যার সমাধান করতেই কোম্পানিটি উইন্ডোজ ভার্সনে আনছে অনেক ফিচার। মেটা (Meta) ব্যবহারকারীদের জন্য ফটো এডিটিং ও স্টিকার সাজেশনের অপশন গিয়েছে কয়েকদিন আগেই। এখন কোম্পানিটি উইন্ডোজ ভার্সনে আরও একটি ফিচার দিতে চলেছে, যা ইতিমধ্যেই মোবাইল অ্যাপে রয়েছে।
Wabetainfo নামক একটি ওয়েবসাইট অনুসারে, হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপে মোবাইলের মতো 32 জনকে ভিডিয়ো কল করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আপনি এবার থেকে ল্যাপটপ বা ডেস্কটপে বড় বড় সব মিটিং হোয়াটসঅ্যাপেই সেরে ফেলতে পারবেন। বর্তমানে, এই ফিচারটি কিছু বিটা টেস্টাররাই ব্যবহার করতে পারবেন। তবে খুব শীঘ্রই সবার জন্য চালু হতে চলেছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো অ্যাপের মাধ্যমে 32 জনের কাছে অডিয়ো কল এবং 8 জনকে ভিডিয়ো কল করা যায়। নতুন আপডেটের পরে, ব্যবহারকারীরা ভিডিয়ো কলে 32 জনকে অ্যাড করে নিতে পারবেন। এই ফিচারটি কি তবে Google Meet-কে টেক্কা দিতে পারবে?
এই ফিচারটি শীঘ্রই উইন্ডোজ ভার্সনে পাওয়া যাবে:
হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপে View Once ফিচার আনতে চলেছে। বর্তমানে এই ফিচারটি শুধুই মোবাইলে ব্যবহার করা যায়। এই ফিচারের মাধ্যমে কাউকে কোনও ফটো বা ভিডিয়ো পাঠালে, সেটা সেই ব্যক্তি একবারের জন্যই দেখতে পাবে। তারপরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। এমনকি সেই ছবির স্ক্রিনশটও তোলা যায় না। এই ফিচারটি এবার উইন্ডোজ ভার্সনেও পাওয়া যাবে। এছাড়াও, সংস্থাটি সম্প্রতি উইন্ডোজ অ্যাপে in-app chat সাপোর্ট নামে একটি ফিচার এনেছে, যার সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদের প্রশ্ন করতে পারবেন। এমনকি আপনি তার মাধ্যমে উত্তরও পেয়ে যাবেন।