নতুন বছর থেকে বেশ কিছু ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। আইফোন অর্থাৎ আইওএস এবং অ্যানড্রয়েড ভারসান দু’ধরণের ফোনেই দেখা যাবে এই সমস্যা। ফেসবুক অধিকৃত সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মাধ্যম হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করতে পারবেন না। কারও ক্ষেত্রে পুরোই অ্যাকসেস চলে যাবে। কেউবা কিছু কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না।
স্মার্টফোনের পুরনো ব্যবহারকারী যাঁদের আইওএস৯ কিংবা অ্যানড্রয়েড ৪.০.৩ বা এর বেশি ভারসান ফোনে নেই তাঁদের ফোনে আগামী বছর অর্থাৎ ২০২১ সাল থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। অতএব হোয়াটসঅ্যাপের ব্যবহার চালু রাখতে হলে গ্রাহকদের সবার আগে নিজেদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে। কারণ অপারেটিং সিস্টেম আপডেট না হলে অথবা নতুন অত্যাধুনি ওএস যুক্ত স্মার্টফোন না থাকলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
আইফোনের ক্ষেত্রে যাঁরা এখনও আইফোন ৪ বা তাঁর নীচের কোনও মডেল ব্যবহার ক্ষেত্রে তাঁদের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে আগামী বছর থেকে। অন্যদিকে যাঁরা স্যামসাং গ্ল্যালাক্সি এস২ ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রেও দেখা দেবে একই সমস্যা। হোয়াটসঅ্যাপের বদলে অন্য কোনও সোশ্যাল মাধ্যম ব্যবহার করতে হবে তাঁদের। অর্থাৎ বিকল্প খুঁজতে হতে পারে। অথবা ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করাতে হবে।
আইফোন ডিভাইসের ক্ষেত্রে অবশ্য এই আপডেট করার পদ্ধতি বেশ সোজা। বাড়ি বসে ফোনের নরমাল সেটিংস থেকেই হবে মুশকিল আসান। ব্যবহারকারীদের প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেখানে গিয়েছে জেনারেল আর আর তারপর ‘সফটওয়্যার আপডেট’ অপশনে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার ফোনে কোন ওএস বর্তমানে চালু রয়েছে। সেটা বদলানো সম্ভব কিনা সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে।
অ্যানড্রয়েড ইউজারদের ক্ষেত্রে ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাবাউট ফোন’-এ গেলেই জানা যাবে ওই স্মার্টফোনের সমস্ত খুঁটিনাটি।
জানা গিয়েছে এইচটিসি সেনসেশন, স্যামসাং গুগল নেক্সাস এস, সোনি এরিকশন এক্সপিরিয়া এআরসি, এলজি অপটিমাস ২এক্স, স্যামসাং গ্যালাক্সি এস আই৯০০০০, এইচটিসি ডিজায়ার এস এবং আরও বেশ কিছু জনপ্রিয় ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।