১৫ মে- র মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করলেও ভারতীয় ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না। কিন্তু পরিষেবা সীমাবদ্ধ করে দেবেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুক অধিকৃত মেসেজিং অ্যাপের এই সিদ্ধান্ত এবার আইনি জটিলতার সম্মুখীন হতে পারে। কারণ সম্প্রতি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রক (MeitY) এই বিষয়টি খতিয়ে দেখছে।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, ১৫ মে- র মধ্যে যদি ভারতীয় ইউজাররা আপডেটেড প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করেন, তাহলে তাঁদের পরিষেবা সীমাবদ্ধ হবে। যেমন- ইউজারদের কাছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে। ভিডিয়ো এবং অডিয়ো, দু’রকম হোয়াটসঅ্যাপ কলও আসবে। কিন্তু ইউজাররা মেসেজ পাঠাতে বা পড়তে পারবেন না। এমনকি ভিডিয়ো বা ভয়েস কল এলেও সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন না ইউজাররা।
মেসেজিং অ্যাপের এই শর্তাবলীই এবার খতিয়ে দেখছে কেন্দ্রীয় মন্ত্রক। এই প্রসঙ্গে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তও জানাবে ইলেকট্রনিক্স এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রক (MeitY)।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট না হলেও, নতুন প্রাইভেসি পলিসি না মানলে সীমাবদ্ধ হবে ইউজারদের পরিষেবা
হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করতে হবে। এরপর সময়সীমা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছিল। তারপর জানানো হয়েছিল, ১৫ মে- র মধ্যেও যাঁরা নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ করবেন না, তাঁদের আরও ১২০ দিন সময় দেওয়া হবে। তবে এই বাড়তি মেয়াদের মধ্যে হোয়াটসঅ্যাপের পরিষেবা সীমাবদ্ধ করে দেওয়া হবে।
এই পরিষেবা সীমাবদ্ধ করে দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রক এবার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।