এমআই ১১ প্রো: ভারতে কি আদৌ লঞ্চ হবে শাওমির এই ফোন? কী কী ফিচার থাকতে পারে

৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি 120x ডিজিটাল জুমের ফিচার থাকতে পারে এই ফোনে। এছাড়া ৫জি এই ফোনে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট।

এমআই ১১ প্রো: ভারতে কি আদৌ লঞ্চ হবে শাওমির এই ফোন? কী কী ফিচার থাকতে পারে
১২জিবি র‍্যাম এবং ৫১২জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে এই মডেলে।
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 7:20 PM

গতবছরই শাওমির এমআই ১১ লঞ্চ হয়েছে চিনে। এমআই ১০- এর সাফল্যের পর এমআই ১১ সিরিজ লঞ্চ করেছে শাওমি। এবার শাওমির এই ফোনের আপগ্রেড ভার্সান লঞ্চ করতে চলেছে। সূত্রের খবর, এই ফোনের মডেলের নাম হতে পারে এমআই ১১ প্রো।

ভারতে কবে লঞ্চ হবে এই ফোন?

শাওমির এমআই ১১ সিরিজ এখনও পর্যন্ত চিন এবং ইউরোপে লঞ্চ করেছে। ভারতে এখনও লঞ্চ হয়নি এই ফোন। তাই এটা বলা খুবই মুশকিল যে এমআই ১১ প্রো কবে ভারতে আসবে, কিংবা আদৌ ভারতে লঞ্চ হবে কিনা। তবে গ্লোবাল লঞ্চের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে, মার্চ অথবা এপ্রিল মাসে লঞ্চ হতে পারে এই এমআই ১১ প্রো মডেল।

যদি ভারতে এমআই ১১ প্রো লঞ্চ হয় তাহলে দাম কত হতে পারে?

ভারতে আদৌ লঞ্চ হবে কিনা কিংবা লঞ্চ হলে কবে হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। তবে এমআই ১০ প্রো মডেলের দাম মাথায় রাখলে বলা যায় যে, এমআই ১১- র আপফ্রেডেড ভার্সান এমআই ১১ প্রো- এর দাম ৬০ হাজারের আশেপাশে থাকবে। কেউ বা বলছেন, ৬০ হাজারের থেকে কিছুটা কম হবে এই ফোনের দাম।

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে পোকো এক্স ৩ প্রো? জেনে নিন সম্ভাব্য ফিচার

সম্ভাব্য ফিচার-

এমআই ১১ প্রো সম্পর্কে এখনও শাওমি সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা জানানো হয়নি। তাই এই ফোনের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে যেটুকু শোনা যাচ্ছে, সবই বিভিন্ন ট্রিপস্টারদের মারফত।

১। এই মডেলে থাকতে পারে ৬.৮১ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এটা অনেকটা QHD+ ডিসপ্লের মতো, যা এমআই ১১- এ ছিল। রিফ্রেশ রেট হতে পারে 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট হতে পারে 480Hz।

২। এমআই ১১ প্রো- তে থাকতে পারে Qualcomm’s flagship Snapdragon 888 SoC। ১২জিবি র‍্যাম এবং ৫১২জিবি অনবোর্ড স্টোরেজও থাকতে পারে এই মডেলে।

৩। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি 120x ডিজিটাল জুমের ফিচার থাকতে পারে এই ফোনে। এছাড়া ৫জি এই ফোনে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট।