ভারতে কবে লঞ্চ হবে পোকো এক্স ৩ প্রো? জেনে নিন সম্ভাব্য ফিচার

এই ফোন পাওয়া যেতে পারে ফ্যান্টম ব্ল্যাক, মেটাল ব্রোঞ্জ এবং ফ্রস্ট ব্লু কালার অপশনে। এই ফোনের ব্যাটারি হতে পারে 5,160mAh। তার সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।

ভারতে কবে লঞ্চ হবে পোকো এক্স ৩ প্রো? জেনে নিন সম্ভাব্য ফিচার
জানা গিয়েছে, পোকো এক্স প্রো- এর সঙ্গে পোকো এফ ৩ লঞ্চ করা হয়েছে।
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 10:12 AM

পোকো এক্স ৩ প্রো লঞ্চ হয়েছে আজ। পোকো এফ ১ মডেলের সাফল্যের পর এবার গ্লোবাল লঞ্চ হয়েছে পোকো এক্স ৩। সূত্রের খবর, আগামী ৩০ মার্চ ভারতে এই ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। শোনা গিয়েছে, গ্লোবাল মার্কেটে পোকো এফ ৩ লঞ্চ হবে। তবে এই মডেল ভারতে কবে লঞ্চ হবে সে ব্যাওয়ারে কিছু জানা যায়নি। মনে করে হচ্ছে এই ফোনে রেডমি কে৪০- রি ব্র্যান্ডেড ভার্সান।

আজ ২২ মার্চ অনলাইন ইভেন্টের মাধ্যমে পোকো এক্স ৩ এবং পোকো এফ ৩ লঞ্চ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে পোকো এক্স ৩ লঞ্চ হয়েছে ২৩,২৫০ টাকায় (আনুমানিক দাম)। ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজের ফোনের দাম এটা ধার্য হয়েছে। অন্যদিকে ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৫৭২ টাকা। ভারতে এই ফোন ২৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে বলে মনে করা হয়েছে।

আরও পড়ুন- আসছে রিয়েলমি ৮ সিরিজ, ভারতে লঞ্চ কবে? দাম কত হতে পারে এই ফোনের

পোকো এক্স ৩ প্রো- এর স্পেসিফিকেশন

১, এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেসোলিউশনের ডিসপ্লে। রিফ্রেশ রেট প্রায় 120Hz। সেই সঙ্গে থাকতে পারে 240Hz টাচ স্যাম্পলিং রেট। এছাড়াও থাকতে পারে কর্নিয়া গোরিলা গ্লাস ৬ প্রোটেকশন।

২। এই ফোন পাওয়া যেতে পারে ফ্যান্টম ব্ল্যাক, মেটাল ব্রোঞ্জ এবং ফ্রস্ট ব্লু কালার অপশনে। এই ফোনের ব্যাটারি হতে পারে 5,160mAh। তার সঙ্গে থাকতে পারে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৩। এই ফোনের ক্যামেরার ক্ষেত্রে থাকছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। সেই সঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ডুয়াল ২ মেগাপিক্সেল সেনসর। সেলফির জন্য থাকতে পারে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পোকো এফ ৩ – এর স্পেসিফিকেশন 

রেডমি কে৪০ -এর রিব্র্যান্ডের ভার্সান পোকো এফ ৩ মডেল। এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকতে পারে ফুল এইচডি প্লাস রেসোলিউশন এবং ১২০ Hz রিফ্রেশ রেট। এই ফোনে থাকতে পারে Snapdragon 870 processor। ৮ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে এই ফোন। সেই সঙ্গে ক্যামেরা ফিচারেও থাকবে চমক। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের পাশাপাশি থাকবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেনসর। সেলফির জন্য থাকবে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের ব্যাটারি 4,520mAh। সেই সঙ্গে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট।