Jhargram Elephant Attack: এলাকায় ১০০ দাঁতাল!

Jhargram Elephant Attack: এলাকায় ১০০ দাঁতাল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 05, 2023 | 6:23 PM

ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব ক্রমশই অব্যাহত রয়েছে। হাতির হানায় ব্যাপক পরিমানে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু ক্ষয়ক্ষতি না মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে হাতির তাণ্ডবে। হাতির তান্ডবে একপ্রকার নাজেহাল ঝাড়গ্রামবাসী।

ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব ক্রমশই অব্যাহত রয়েছে। হাতির হানায় ব্যাপক পরিমানে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু ক্ষয়ক্ষতি না মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে হাতির তাণ্ডবে। হাতির তান্ডবে একপ্রকার নাজেহাল ঝাড়গ্রামবাসী। আজ ভোরে হাতির তাণ্ডব থেকে রেহাই পেলেন না ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে হাতির তাণ্ডবে প্রায় ১০-১৫ টি ঘরবাড়ি ভেঙেছে একটি হাতির দল। স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০০ টি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে ১০-১৫ টি বাড়ি ভেঙে চুরমার করেছে। সাঁকরাইলের পড়াশুলি, পাথরা, যুগিশোল, নাইকানশোল সহ শুকনাখালি অঙ্গনওয়াড়ী কেন্দ্র সহ বিস্তীর্ণ এলাকায় ভোর রাতে হাতির দল ঢুকে এলাকায় ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ঘর বাড়ি নয় এলাকার চাষের জমির ও ব্যাপক তাণ্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে দাঁতাল হাতির দল। এলাকাবাসীদের অভিযোগ বনদপ্তরের কোন ভূমিকাই দেখা যায় না। এলাকার মানুষ যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বারে বারে যেভাবে হাতির দল এলাকায় ঢুকে একের পর এক বাড়ি ভাঙচুর করছে তারপরেও ক্ষতিপূরণ পাচ্ছেন না এলাকার মানুষজন। ক্ষোভে তারা ওই এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন যদিও পড়ে প্রশাসন এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Published on: Sep 05, 2023 06:22 PM