Maldah Dowry News: পণের শাস্তি!
পনের বকেয়া টাকা চেয়ে স্ত্রীকে নির্যাতন। গ্রামে সালিশি। হাস্তি স্বরুপ জামাই কে ঘরবন্দী করে শেকল দিয়ে বেঁধে রাখা হল। বিয়ের মাত্র ২৫ দিনএর মধ্যেই ৯০ হাজার টাকা পণের ৫০ হাজার টাকাই জামাই আদায় করে ছিল।
পনের বকেয়া টাকা চেয়ে স্ত্রীকে নির্যাতন। গ্রামে সালিশি। হাস্তি স্বরুপ জামাই কে ঘরবন্দী করে শেকল দিয়ে বেঁধে রাখা হল। বিয়ের মাত্র ২৫ দিনএর মধ্যেই ৯০ হাজার টাকা পণের ৫০ হাজার টাকাই জামাই আদায় করে ছিল। বাকি টাকা আদায়ের জন্য স্ত্রীর উপর চলত নির্যাতন। সেই বকেয়া টাকা চাইতে গেলে জামাইকে শেকল দিয়ে বেঁধে রাখলো শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র ২৫ দিন আগে জুবাইদা বিবির সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল রতুয়া থানার সুলতানগঞ্জের বাসিন্দা আকরাম আলীর সঙ্গে। বিয়ের সময় ৯০০০০ টাকা পন দেওয়ার কথা হয়েছিল কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকায় পণের সম্পূর্ণ টাকা দিতে পারেনি বিয়ের দিন ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল জুবাইদার বাবা কোনরকম ভ্যান চালিয়ে সংসার চালান। বিয়ের পর থেকেই স্বামী শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ও টাকার জন্য শ্বাসরোধ করে মেরে ফেলারও চেষ্টা করেছে এমনটাই অভিযোগ করেছে। জুবাইদা বিবি এরপরে তিনি সেখান থেকে কোনক্রমে পালিয়ে নিজের বাড়িতে চলে আসেন এবং তার বাড়িতে স্বামী আকরাম আলী আসে ও আবার পনের দাবি করে তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখে শ্বশুরবাড়ির লোকজন।এই নিয়ে গ্রামে সালিশি সভাও হয়। তবে এখনো পর্যন্ত ছাড়া পায়নি জামাই।