Supernova: সৌর জগতের চেয়ে ১০০ গুণ বড় বিস্ফোরণ মহাকাশে!

Supernova: সৌর জগতের চেয়ে ১০০ গুণ বড় বিস্ফোরণ মহাকাশে!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 17, 2023 | 2:59 PM

এ পর্যন্ত বৃহত্তম মহাজাগতিক বিস্ফোরণের সাক্ষী হলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌর জগতের চেয়ে ১০০ গুণ বড় এই বিস্ফোরণ । এ বিষয়ে গবেষণা প্রকাশিত রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে।

এ পর্যন্ত বৃহত্তম মহাজাগতিক বিস্ফোরণের সাক্ষী হলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌর জগতের চেয়ে ১০০ গুণ বড় এই বিস্ফোরণ । এ বিষয়ে গবেষণা প্রকাশিত রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তিতে। AT2021lwx নামে অভিহিত হয়েছে এই বিস্ফোরণ। তিন বছর ধরে চলছে এই সুপারনোভা । পৃথিবী থেকে ৮০০ কোটি আলোকবর্ষ দূরে হয় এই বিস্ফোরণ। এর আগে ২০২২ এ GRB 221009A বিস্ফোরণ হয় । কয়েক দিনের বেশি স্থায়ী হয়নি সেই বিস্ফোরণ । তবে ৩ বছর ধরে চলা বিস্ফোরণ মহাকাশে একটু অস্বাভাবিক । এই বিস্ফোরণ পৃথিবীর জন্য কি ডেকে আনবে কোনও বিপদ? সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মহাকাশ বিজ্ঞানীরা । ২০২০তে প্রথম ক্যালিফোর্নিয়ার জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি থেকে এই বিস্ফোরণ দেখা যায় । পর্যবেক্ষক পারডু ইউনিভার্সিটির পদার্থ ও জ্যোতির্বিদ্যার অধ্যাপক ড্যানি মিলিসাভলজেভিক বিস্ফোরণের মাত্রা জানাননি।