Piyali Basak At Mount Makalu: বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করলেন পিয়ালি

Piyali Basak At Mount Makalu: বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করলেন পিয়ালি

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 17, 2023 | 5:16 PM

নেপালের এজেন্সি পাইওনিয়ার এডভেঞ্চার জানিয়েছে,আজ সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাউন্ট মাকালু যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ সেটি জয় করেন পিয়ালি বসাক। এভারেস্ট ও লোৎসে জয়ের পর আরো দুটি ৮ হাজারি শৃঙ্গ জয় করলেন চন্দনগরের পাহাড় কন্যা।

অসুস্থ বাবার জন্য মাকালু অভিযান না করেই চন্দননগরে ফিরে এসেছিলেন পিয়ালি বসাক। আজ সেই মাকালু শৃঙ্গ জয় করলেন পিয়ালি। নেপালের এজেন্সি পাইওনিয়ার এডভেঞ্চার জানিয়েছে,আজ সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাউন্ট মাকালু যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ সেটি জয় করেন পিয়ালি বসাক। এভারেস্ট ও লোৎসে জয়ের পর আরো দুটি ৮ হাজারী শৃঙ্গ জয় করলেন চন্দনগরের পাহাড় কন্যা।

গত ৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন পর্বত আরোহী পিয়ালি। ১৭ই এপ্রিল সোমবার সকালে পৃথিবীর দশম উচ্চতম (৮০৯১ মিটার) অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ জয় করেন। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন পিয়ালি। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয়। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখড় এভারেস্টে ওঠেন পিয়ালি। তার দুদিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন।

এবার লক্ষ ছিল অন্নপূর্ণা আর মাকালু এক সঙ্গে জয়।কিন্তু বাবা তপন বসাকের অসুস্থতার খবরে গত ২৪ এপ্রিল বাড়ি ফিরে আসেন পিয়ালি।২৭ শে এপ্রিল মাকালু অভিযানে বের হন।মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেন।আজ সকালে সামিট করেন। এনিয়ে ছটি আট হাজারি পর্বত শৃঙ্গ জয় করলেন পিয়ালি।