Solidarity March for Wrestlers: এবার কলকাতা হাঁটবে দিল্লির মেয়েদের জন্য

Solidarity March for Wrestlers: এবার কলকাতা হাঁটবে দিল্লির মেয়েদের জন্য

আসাদ মল্লিক

|

Updated on: May 17, 2023 | 5:47 PM

Solidarity March: মহিলা কুস্তিগীরদের ওপর অপমান ও যৌন হেনস্থার প্রতিবাদে, সুবিচারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভে দেশের পদকজয়ী কুস্তিগীররা । এবার সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল বাংলায়।

 

মহিলা কুস্তিগীরদের ওপর অপমান ও যৌন হেনস্থার প্রতিবাদে, সুবিচারের দাবীতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভে দেশের পদকজয়ী কুস্তিগীররা । এবার সেই বিক্ষোভের আঁচ এসে পড়ল বাংলায়। বাংলার বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট জনেরা সামিল হয়েছেন সেই প্রতিবাদ ও বিক্ষোভে। ১৮ই মে বিকেল ৩টেয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি সংহতি মিছিলের আয়োজন করেছেন তাঁরা।

অনিতা মেয়েদের খেলাধুলার জন্য তৈরি করেছেন ক্যালকাটা গুড কাউন্সিল। তিনি বলছেন স্বভাব লাজুক মেয়েরা ভয়ে, লজ্জায় অপমানের কথা বলতে পারে না। সর্বত্রই ‌ কানাঘুষো শোনা যায়, কেউ এগিয়ে এসে প্রতিবাদ করে না। জাতীয় ফুটবলের প্রাক্তন গোলরক্ষক এবং ক্রীড়া সংগঠক সুমিত মুখোপাধ্যায় চান তৈরি হোক একটি সংগঠন যেখানে খেলোয়াড়রা এসে বলতে পারবেন তাঁদের সমস্যার কথা। সুমিত আশাবাদী কুস্তিগীরদের প্রতি বাংলার এই সমর্থন দেশে ছড়িয়ে পড়বে। আর যাঁদের সমর্থনে হচ্ছে ১৮ মে সংহতি মিছিল সেই সাক্ষী মালিক আহ্বান জানিয়েছেন মিছিলে প্রতিবাদ গর্জে উঠুক কলকাতায়। সংগঠকরা চান সমাজের সর্বস্তরের মানুষ এসে যোগ দিন ১৮ তারিখের সংহতি মিছিলে।