Jalpaiguri News: জলপাইগুড়ি তিস্তা ব্রিজের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি আম বোঝাই লরি

Jalpaiguri News: জলপাইগুড়ি তিস্তা ব্রিজের ওপর দুর্ঘটনার কবলে পড়ল একটি আম বোঝাই লরি

আসাদ মল্লিক

|

Updated on: May 17, 2023 | 5:59 PM

Jalpaiguri: মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের ওপর দুর্ঘটনার কবলে পড়লো একটি আম বোঝাই লড়ি। জানা গেছে কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলো ওই আম বোঝাই লরিটি।

 

মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের ওপর দুর্ঘটনার কবলে পড়লো একটি আম বোঝাই লড়ি। জানা গেছে কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলো ওই আম বোঝাই লরিটি।

এদিন দুপুরে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের ওপর লড়িটি উঠলে কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লড়ি চালক। আর এরপর ডিভাইডারে ধাক্কা মেরে বিকট শব্দ করে লড়িটি ব্রিজের ওপর পালটি খেয়ে যায়।

কাছেই ছিলেন স্থানীয় মানুষজন। তারা ছুটে এসে দুইজন ড্রাইভারকে গাড়ি থেকে বের করে। একজন চালক সামান্য আহত হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়।

কাছেই ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার হাইওয়ে ট্রাফিক পুলিশ টিম। তারা দ্রুত চলে আসে। এরপর আম বোঝাই পেটি গুলি দ্রুততার সাথে ব্রিজ থেকে সরিয়ে দেয়। কিছু আম নষ্ট হয়েছে বলে জানা গেছে।

লড়ি চালক রিয়াজুল হক। তিনি ময়না থানা এলাকার বাসিন্দা। জানান চাকা কেটে যাওয়ায় গাড়ি ডিভাইডারে ধাক্কা লাগে। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। লড়ি পালটি খেয়ে যায়। গতকাল রাতে বারাসাত থেকে লড়িতে আম বোঝাই করেছিলাম।আমরা আগরতলা যাচ্ছিলাম।

স্থানীয় বাসিন্দা সঞ্জিত মজুমদার বলেন আজ দুপুরে আমরা ব্রিজের নিচে ছিলাম। আচমকাই বিকট শব্দ শুনে উপরে এসে দেখি আম বোঝাই লড়ি পালটি খেয়েছে। গাড়িও দুজন ড্রাইভার ছিল। আমরা এদের উদ্ধার করি। একজনের সামান্য চোট লেগেছে। পুলিশকে খবর দিলে তারাও সাথে সাথে ছুটে আসে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।