Speaking English: এবার ইংরেজি বলুন সহজে

Speaking English: এবার ইংরেজি বলুন সহজে

আসাদ মল্লিক

|

Updated on: May 17, 2023 | 6:07 PM

Fluent English: ঝরঝরে ইংরেজি বলতে গিয়ে আটকে যাচ্ছেন? ভাল ইংরেজি বলতে না পারার জন্য ভুগছেন আত্মগ্লানিতে?এবার সহজ সমাধান নিয়ে এল সিড অ্যাকাডেমি ইন্ডিয়া।

 

ঝরঝরে ইংরেজি বলতে গিয়ে আটকে যাচ্ছেন? ভাল ইংরেজি বলতে না পারার জন্য ভুগছেন আত্মগ্লানিতে?এবার সহজ সমাধান নিয়ে এল সিড অ্যাকাডেমি ইন্ডিয়া।এবার আত্মবিশ্বাসের সঙ্গে বলুন ইংরেজি, দাবি সিড অ্যাকাডেমি ইন্ডিয়ার কর্তাদের।সংস্থার ডিরেক্টর দীপক প্রামাণিক ও মেন্টর মিনি সেনগুপ্তের দাবি, এবার স্পোকেন ইংলিশ শেখা যাবে সহজেই। ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে শেখানো হবে স্পোকেন ইংলিশ। এই কোর্সে যোগ দিতে পারবেন কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ, চাকরিপ্রার্থী থেকে স্কুলপড়ুয়াদের অভিভাবকরাও। আগামি জুন মাস থেকে শুরু হবে এই কোর্স।

প্রাথমিকভাবে ২০ মে, দুপুর ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত হবে বিনামূল্যে ডেমো ক্লাস।প্রথম ব্যাচের শুরু ২ জুন থেকে, দুটো গ্রুপে হবে ক্লাস। একটি ক্লাস হবে দুপুর ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত, অন্য ক্লাস সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। মোট ৪৫ ঘন্টার ক্লাস, কোর্স ফি মাত্র ৩ হাজার টাকা।