Rabindra Sangeet: দুশো জন শিল্পী, মহিলা-পুরুষ, এক সঙ্গে গাইলেন রবি ঠাকুরের গান
Rabindra Sangeet: তখন রবীন্দ্র সঙ্গীত শেখার স্কুল ছিল কিনা বলা কঠিন । তবে দক্ষিণীর মত ছিল না। স্বাধীনতার পরের বছর পঁচিশে বৈশাখ প্রতিষ্ঠা হল।
তখন রবীন্দ্র সঙ্গীত শেখার স্কুল ছিল কিনা বলা কঠিন । তবে দক্ষিণীর মত ছিল না। স্বাধীনতার পরের বছর পঁচিশে বৈশাখ প্রতিষ্ঠা হল।অনেক নামীদামী সঙ্গীত শিল্পী এখানেই গান শিখেছেন। শিখিয়েছেন। শ্রীকান্ত আচার্য্য এখানেই চর্চা করেন। দুশো জন শিল্পী । মহিলা পুরুষ। বিভিন্ন বয়সের। এক সঙ্গে গাইলেন রবি ঠাকুরের গান।
তখন রবীন্দ্র সঙ্গীত শেখার স্কুল ছিল কিনা বলা কঠিন । তবে দক্ষিণীর মত ছিল না। স্বাধীনতার পরের বছর পঁচিশে বৈশাখ প্রতিষ্ঠা হল। দক্ষিণীর কর্মাধ্যক্ষ সুদেব গুহঠাকুরতা বলেন, “আমরা অন্য কোনও গান নয় শুধু মাত্র রবীন্দ্র সংগীতে মনোনিবেশ করেছি। সেই প্রথম থেকে। ১৯৪৮ সালে কয়েকজন মাত্র ছাত্র নিয়ে শুরু। কিছুদিনেই সেটা হাজার ছাড়ায়।” অনেক নামীদামী সঙ্গীত শিল্পী এখানেই গান শিখেছেন। শিখিয়েছেন। শ্রীকান্ত আচার্য্য এখানেই চর্চা করেন। দুশো জন শিল্পী। মহিলা পুরুষ। বিভিন্ন বয়সের। এক সঙ্গে গাইলেন রবি ঠাকুরের গান। ২৫ শে বৈশাখেই শুরু হয়েছিল যাত্রা। দক্ষিণী এবার ৭৫ বছর পালন করছে সারা বছর ধরে।