20000 Rupee Ticket in IPL: আইপিএলে ২০ হাজার টাকার টিকিট!
GT vs CSK, IPL 2023: আইপিএলের ১৬তম সংস্করণের উদ্বোধনী ম্য়াচের টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে। সেদিনের ম্যাচ দেখতে একজন ক্রিকেটপ্রেমী ২০ হাজার টাকার প্রিমিয়াম টিকিট কিনেছিলেন! ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার রিল তৈরি করে পোস্ট করেছিলেন।
আইপিএলের ১৬তম সংস্করণের উদ্বোধনী ম্য়াচের টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে। সেদিনের ম্যাচ দেখতে একজন ক্রিকেটপ্রেমী ২০ হাজার টাকার প্রিমিয়াম টিকিট কিনেছিলেন! ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার রিল তৈরি করে পোস্ট করেছিলেন। রিল ভাইরাল হয়ে গুজরাট জায়ান্টসের ক্রিকেটার শুভমন গিলের কাছে পৌঁছে গেল। ওই যুবকের পোস্ট করা রিলসে দেখা যাচ্ছে,প্রিমিয়াম টিকিটধারীদের জন্য আলাদা ব্যবস্থা। বিশাল স্টেডিয়ামের গেট থেকে ইলেকট্রিক কারে বসে প্রিমিয়ম লাউঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে দর্শকদের। সেখান থেকে গ্যালারিতে প্রবেশ। ২০ হাজার টাকার টিকিট বলে কথা, এটুকু ব্যবস্থা তো থাকবেই। বাকিরা যখন টিকিটের দাম নিয়ে ব্যস্ত, তখন ভিডিয়ো দেখে কমেন্ট বক্সে মজার মন্তব্য শুভমন গিলের। হিন্দিতে তিনি লেখেন, ‘এটা তো খুবই ভালো। আমাদের তো হেঁটে হেঁটে স্টেডিয়ামের ভেতর যেতে হয়’। গিলের প্রতিক্রিয়ায় ২০ হাজার লাইক পড়েছে। তাঁর মজার মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ইনস্টাগ্রাম ব্যবহারকারী হয়তো শুভমন গিলের বড় ফ্যান। ২০ হাজার টাকার টিকিট কেনা ওই ফ্যানকে হতাশ করেননি শুভমন । পয়সা উসুল পারফরম্যান্স ছিল তাঁর। মোদী স্টেডিয়ামে সেদিন ৩২ বলে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন গিল। তাঁর ইনিংস দলের জয়ের বড় অবদান রাখে। এই মুহূর্তে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে গুজরাট জায়ান্টস।